চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ মে রাত ৯টা পযর্ন্ত চীনের সিচুয়ান প্রদেশেরওয়েনছুয়ান দুগর্ত এলাকা থেকে মহামারী ও আকস্মিক কোন রোগের প্রকাপ সংক্রান্ত কোন রিপোর্ট পাওয়া যায়নি।
জানা গেছে, যে সব স্থান ক্ষতিগ্রস্থ সবচেয়ে বেশী হয়েছে সে সব স্থানে সংক্রামক ও আকস্মিক রোগ সম্পর্কিত তথ্যের রির্পোট দেখার ব্যবস্থা যত তাড়াতাড়ি প্রদানের জন্য ইন্টারনেট ব্যবস্থা না চালু হওয়া পযর্ন্ত মোবাইলফোনেরর মাধ্যমে দুগর্ত এলাকার সংক্রামক ও আকস্মিক রোগে প্রকোপ সম্পর্কিত তথ্য জানাতে হবে । আগামী ১০ দিনের মধ্যে এক কোটি জনসংখ্যার জন্য মোবাইলফোনের মাধ্যমে রোগ তদারকির ব্যবস্থা চালু হবে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজের দান করা ৪০০টি মোবাইলফোন চেনডুতে পাঠানো হয়েছে । এর পাশাপাশি প্রযুক্তিগত প্রশিক্ষণ চালানোর জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও সিচুয়ান প্রদেশে পৌঁছেছেন।
|