দক্ষিণ কোরিয়া সরকার ২০ মে চীনকে পুনরায় ৪০ লাখ মার্কিন ডলারের জরুরী ত্রাণ-সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুন তায়ে-ইয়ং ২০ মে বলেন, চীন সরকারের প্রস্তাব অনুযায়ী এবারের ৪০ লাখ মার্কিন ডলারের ত্রাণ-সামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ ও তাঁবু।
এর আগে দক্ষিণ কোরিয়া সরকার চীনকে ১০ লাখ মার্কিন ডলারের জরুরী সহায়তা দিয়েছে ও চীনের দুর্গত এলাকায় ৪১ জন বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি ত্রাণ দল পাঠিয়েছে।
ছাই ইউয়ে
|