চীনের জাতীয় খাদ্য ও ঔষধ পরিচালনা ব্যুরো ১৯ মে ভূমিকম্প দুর্গত অঞ্চলে ত্রাণের ওষুধ ও চিকিত্সা সাজসরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে ৫টি নতুন ব্যবস্থা নিয়েছে।
এ ব্যবস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবিলম্বে কার্য গ্রুপকে ভূমিকম্প অঞ্চলে পাঠিয়ে জরুরী প্রয়োজনীয় ওষুধ ও চিকিত্সা সাজসরঞ্জামের চাহিদা, বিতরণ ও তত্ত্বাবধানের অবস্থা জেনে সমস্যার সমাধান করা। ওষুধ পরীক্ষা সংক্রান্ত প্রযুক্তি দল গঠন করে ওষুধ ও চিকিত্সা সাজসরঞ্জাম উত্পাদন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে টিকা ও রক্তের উপাদান সংশ্লিষ্ট ওষুধ উত্পাদন অনুমোদন করা। ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণের সময় সম্ভাব্য ওষুধের চাহিদা অনুমান করে সংশ্লিষ্ট বিভাগের সহায়তায় আগে থেকে প্রস্তুতি নেয়া।
১৯ মে শূন্যটা পর্যন্ত সিছুয়ান প্রদেশ মহামারী প্রতিরোধ কর্মীদেরকে দুর্গত অঞ্চলে পাঠিয়েছে। তারা ৭৮৯৭টি মৃত দেহ জীবানুমুক্ত করেছেন। এখন পর্যন্ত সিছুয়ানের ভূমিকম্প অঞ্চলে কোন গুরুতর মহামারীর প্রকোপ বা আকস্মিক গণ স্বাস্থ্যহানিকর ঘটনা ঘটে নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|