চীনের সিছুয়ান প্রদেশের বেশির ভাগ ভূমিকম্প কবলিত জেলা , থানা ও গ্রামে টেলি-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে । চীনের শিল্প ও তথ্য উপমন্ত্রী শি কুও হুয়া ১৯ মে পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ।
তিনি বলেন , সিছুয়ানে ভূমিকম্পের পর শিল্প ও তথ্য মন্ত্রণালয় একটি জরুরী কর্মসূচী চালু করে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করেছে এবং টেলি-যোগাযোগ ব্যবস্থা মেরামত ও ত্রাণ কাজ চালাতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে । ১৯ মে পর্যন্ত টেলি-যোগাযোগ বিভাগ ২৬ হাজার কর্মী পাঠিয়েছে এবং দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করার জন্য ৩৯১টি জরুরী টেলি-যোগাযোগ গাড়ি ও ৯৭৯টি উপগ্রহের মাধ্যমে টেলিফোন সরবরাহ করেছে ।
|