সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে ১৯ মে বেলা ২টা ২৮ মিনিটে হু চিন থাও , চিয়াং জে মিন , উ পাং কুও ও ওয়েন চিয়া পাওসহ চীনের নেতৃবৃন্দ বিভিন্ন জাতির জনগণের সঙ্গে নীরবতা পালন করেছেন ।
ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশের জন্য ১৯ মে ভোরে পেইচিংয়ে থিয়ান আন মেন মহাচত্বরে জাতীয় পতাকা অর্ধ- নমিত রাখা হয় ।
১৯ মে সকালে ভূমিকম্পে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে চীনে ৮০টি দেশের কূটনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ।
১৯ মে বেলা ১২টা পর্যন্ত ভূমিকম্পে ৩৪০৭৩জন নিহত এবং ২.৪ লাখ লোক আহত হয়েছে । চীনের রাষ্ট্রীয় পরিষদ ১৯ থেকে ২১ মে পর্যন্ত এ তিন দিন দেশব্যাপী শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে । (থান ইয়াও খাং)
|