চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান অঞ্চলে ভূমিকম্পের পর বেশ কয়েকজন বিদেশী সংবাদিক ভূমিকম্প দুর্গত স্থলে রিপোর্ট করতে গেছেন। আমাদের সংবাদদাতা ১৮ মে তাদের কয়েকজনের সাক্ষাত্কার নিয়েছেন। তারা ভূমিকম্প স্থলে নিজের চোখে দেখা অবস্থার বর্ণনা করেছেন।
ব্রিটেনের সংবাদদাতা লিন সি বলেন:
"এবারের ভূমিকম্প চীনের জন্য একটি বড় দুর্ঘটনা। সি ছুয়ানের জনগণের দুঃখ দেখে আমারও খুব দুঃখ লাগে। আমি দেখেছি চীনের সামরিক বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়েছে। তারা যথাসাধ্য প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাচ্ছে। তাছাড়া অনেক স্বেচ্ছাসেবক এমনকি সাধারণ মানুষেরাও নিজেদের যোগ্যতা অনুযায়ী খাবার ও পানি দিয়ে সাহায্য করছে। তা আমার মনে গভীর ছাপ ফেলেছে।"
সুইজাল্যান্ডের বরাসী ভাষার টিভি উপস্থাপক এউইভা ফ্রিড বলেন, তিনি সি ছুয়ান প্রদেশের তু চিয়াং ইয়েন, তা ইয়াং, মিয়েন ইয়াং এবং ছেং তু'তে গিয়েছেন। তিনি প্রধানত উদ্ধার ও স্বেচ্ছাসেবা সম্পর্কিত খবর পাঠিয়েছেন। তিনি বলেন:
"আমি দেখেছি যে চীন সরকার এবার খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। রাস্তায় আমি অনেক সামরিক গাড়িকে ত্রাণ সামগ্রী পাঠাতেও দেখেছি। তাদের কাজ খুব নিখুঁত। আমি মনে করি চীন সরকার এখন বড় ধরনের চাপের সম্মুখীন। আগামী কয়েক দিনের মধ্যে এই চাপ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে সবচেয়ে মুগ্ধকর ব্যাপার হল, আজ মিয়েন ইয়াং স্টেডিয়ামে অনেক বেশি লোককে দেখেছি। তারা সবাই সাহায্য পেয়েছে। দেখো শিশুরা এখানে খেলছে।"
তিনি সি আর আইয়ের মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে কিছু কথা বলতে চান। তিনি বলেন:
"আমার বাব মা আমার কথা চিন্তা করছে। কারণ এখানে অনুসংগিক ভূমিকম্প অব্যাহত থাকবে। তাদের উদ্বেগের বিষয়টি আমি বুঝি। আমি বাবা মাকে বলতে চাই তাদের কথাও আমার মনে পড়ছে। বিশেষ করে এখানে দুর্গত পরিবারের অবস্থা দেখে আমার অনুভূতি আরো বেশি জেগে উঠেছে যে, পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পারা একটি সুখের ব্যাপার।"(ইয়াং ওয়েই মিং)
|