v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-19 19:15:48    
ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশের জন্য চীনে শোক দিবস পালিত

cri
    ১৯ মে বেলা দু'টা ২৮ মিনিট অর্থাত এক সপ্তাহ আগে সি ছুয়ান প্রদেশের উয়েন ছুয়ান জেলায় প্রবল ভূমিকম্প ঘটার সময় অনুযায়ী সকল চীনা তিন মিনিট নীরবতা পালন করেন । সেই সময় মোটর গাড়ি , রেলগাড়ি ও জাহাজ ভেঁপু বাজিয়ে শোক প্রকাশ করে । হু চিন থাও , উ পান কোও এবং ওয়েন চিয়া পাওসহ উর্ধতন নেতৃবৃন্দ চীনা জনগণের সঙ্গে এক সাথে নীরবতা পালন করেন ।

    ১২ মে সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ভয়াবহ ভূমিকম্পে পর সি ছুয়ান , কান সু ও সান সি প্রদেশের মোট ৩৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে , দু' লাখ ৪০ হাজার মানুষ আহত হয়েছে । নিহতদের প্রতি গভীর শোক প্রকাশের জন্য চীন সরকার ১৯ , ২০ ও ২১ মে'কে চীনের জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে ।এ তিন দিনের মধ্যে চীনে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর বন্ধ থাকবে , চীনে ও বিদেশের চীনা দূতাবাসে পতাকা অর্ধনমিত থাকবে এবং সব ধরনের আমোদ-প্রমোদ অনুষ্ঠানও বন্ধ থাকবে । ১৯ মে সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে চীনের দূতাবাসসমুহে পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি এবং শোক প্রকাশের ব্যবস্থাও নেয়া হয় ।

    ১৯ মে বেলা দুটোয় সি ছুয়ানের দুর্গত অঞ্চলে কর্মরত সি আর আইয়ের সংবাদদাতা কোন উয়ান ফেন স্থানীয় জনগণের সঙ্গে ভূমিকম্পে নিহতদের শোকে তিন মিনিট নীরবতা পালন করেন । তিনি বলেন , সি ছুয়ান প্রদেশের মিয়েন ইয়ান শহরের চিউ চৌ স্টেডিয়ামে কয়েক হাজার দুর্গত জনসাধারণ এক সঙ্গে নীরবতা পালন করেন । দুর্গতরা নিজের জন্মস্থানের দিকে দাঁড়িয়ে নীরবতা পালন করেন । তারা আমাদের সংবাদদাতাকে বলেন ,তারা এ মুহুর্তকে চিরকাল মনে রাখবে এবং জন্মস্থান পুননির্মানের জোর চেষ্টা চালাবেন ।

    ১৯ মে ভোর চারটা ৫৮ মিনিটে রাজধানী পেইচিংয়ের থিয়েন আন মেন মহাচত্বরে জাতীয় সংগীতের তালে তালে চীনের পাঁচ তারকা খচিত লাল পতাকা ধীরে ধীরে ওঠানোর পর আবার তা অর্ধনমিত করা হয় । সি ছুয়ান প্রদেশের ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের প্রতি গভীর শোক প্রকাশের জন্য পতাকা অর্ধনমিত হয়েছে । চীনে এই প্রথমবার সাধারণ মানুষের জন্য পতাকা অর্ধনমিত করা হলো । মহাচত্বরে কয়েক হাজার দর্শক পতাকা অর্ধনমিত রাখার দৃশ্য দেখেছেন । আমাদের সংবাদদাতা তাদের মধ্যে দু'জনের সাক্ষাত্কার নিয়েছেন ।

    এ দুজন নাগরিক পেইচিংয়ের নাগরিক । বাবার নাম থিয়েন কুয়ান হুই , মেয়ের নাম থিয়েন সান শান । মেয়ে বলেছেন , ভূমিকম্পে নিহতদের মধ্যে অনেকই আমার বয়সের ছেলেমেয়ে ছিল । স্কুলভবন ভাঙার সঙ্গে সঙ্গে তারা মাটির নীচে আটকে পড়ে । বাবা বলেছেন , ভূমিকম্পের খবর পেয়ে আমি খুব দুঃখ পেয়েছি । তবে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সামনে চীনা জনগণের ঐক্য অটুট হয়েছে যা অভুতপূর্ব।

    চীনে অধ্যয়নরত যুক্তরাষ্ট্রের ছাত্র জো বারছারও থিয়েন আন মেন চত্বরে গিয়েছেন । তিনি বলেন , ভূমিকম্পে এতো বেশি মানুষ প্রাণ হারিয়েছে শুনে আমি সত্যিই দুঃখিত । আমি ভূমিকম্পকে ঠেকাতে পারি না , তবে আমি মনে করি ত্রাণ কাজে চীন সরকার সাধ্যমত কাজ করেছে । আরো বেশি মানুষকে বাঁচানোর জন্য চীন সরকার চেষ্টার কোনো ত্রুটি করে নি ।

    ৬০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্ব স্ব দেশের পক্ষে শোক প্রকাশ করেছেন । ভারতের রাষ্ট্রদূত নিরাপামা লাও বলেন , চীনের প্রতিবেশী দেশ হিসেবে আমি বেদনা শিক্ত । এ কঠিন সময় আমরা চীনা জনগণের পাশে দাঁড়াবো । আমি গতকাল ছেনতু থেকে ফিরে এসেছি । চীন একটি শক্তিশালী দেশ , অবশ্যইএ কঠিন সময় তারা পার হতে পারবে ।

যুক্তরাষ্ট্র , রাশিয়া , স্পেন ও কানাডার রাষ্ট্রদূত বলেন , প্রয়োজন হলে তারা চীনকে আরো বেশি সাহায্য দেবে ।