যথাসাধ্য প্রচেষ্টার পর ১৮ মে সি ছুয়ানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রধান বিদ্যুত সরবরাহ ব্যবস্থা সুষ্ঠুভাবে চালু করা সম্ভব হয়েছে।
১৯ মে চীনের জাতীয় বিদ্যুতশক্তি তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির প্রধান প্রকৌশলী কু চুন ইউয়ান পেইচিং-এ এ কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সি ছুয়ান বিদ্যুত সরবরাহের বিপর্যস্থ ব্যবস্থা প্রায় ৮০ শতাংশ চালু হয়েছে। এর ফলে বিদ্যুত শক্তি ব্যবস্থার ৮৬ শতাংশই পুনরায় চালু হলো। এছাড়াও তিনি বলেন, সিছুয়ানের দুর্গত অঞ্চলের মধ্যে মিয়ান চু, মা সিয়ান ও ওলোং এ ৩টি জেলার বিদ্যুত সরবরাহ এখনো শুরু হয়নি।–খোং চিয়া চিয়া
|