v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-19 19:03:03    
তিব্বতের রূপরেখা

cri
    চীনের পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্যতম হচ্ছে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। সংক্ষেপে তিব্বত। অঞ্চলটি তিব্বতী জাতিকে কেন্দ্র করে গঠিত এক জাতি স্বায়ত্তশাসিত অঞ্চল। তিব্বত চীনের দক্ষিণ-পশ্চিম সীমান্তে এবং ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। তিব্বতের দক্ষিন আর পশ্চিম দিকে মিয়ানমার, ভারত, ভূটান, সিকিম আর নেপাল। মোট সীমান্ত রেখা প্রায় ৪০০০কিলোমিটার। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আয়তন ১২.২ লাখ বর্গ কিলোমিটার । এটা চীনের মোট আয়তনের ১২.৮শতাংশ ।

 সমুদ্র পৃষ্ঠ থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গড় উচ্চতা ৪০০০মিটারেরও বেশী। তিব্বত ছিংহাই-তিব্বত মালভূমির প্রধান অংশ এবং বিশ্বের ছাঁদ নামে পরিচিত । তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মোট লোকসংখ্যা ২৮ লাখ। এর মধ্যে তিব্বতী জাতির লোকসংখ্যা ২৫ লাখ। এই সংখ্যা তিব্বতের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ। তিব্বত চীনের এমন একটি প্রদেশ যার লোকসংখ্যা এবং ঘনত্ব সবচেয়ে কম। জনসংখ্যার গড় ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২ জনেরও কম।

    ছিংহাই-তিব্বত মালভূমির ধারাবাহিক প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে গোটা পৃথিবীর মালভূমি আর উঁচু পাহাড়ী অঞ্চলে ছিংহাই-তিব্বত মালভূমির বিশেষ অবস্থান রয়েছে।

    উঁচু আর খাড়া সমুদ্র-পৃষ্ঠ এবং ঠান্ডা আবহাওয়ার কারণে ছিংহাই-তিব্বত মালভূমিকে পৃথিবীর তৃতীয় মেরু বলা হয়। এর গড় উচ্চতা সমুদ্র-পৃষ্ঠ থেকে ৪০০০ মিটারেরও বেশি। চার পাশে ঘিরে রয়েছে উচু পর্বতমালা, মালভূমির মধ্যে বহু উঁচু পাহাড়ের বিস্তার । সমুদ্র-পৃষ্ঠ থেকে ৪৫০০মিটারের বেশী মালভূমির গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নীচে। সবচেয়ে গরমের সময়ে গড় তাপমাত্রাও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

  মালভূমিতে তুষার রেখা আর সমুদ্র-পৃষ্ঠ থেকে ৬০০০-৮০০০ মিটার উঁচু অনেক শৃঙ্গ আছে । এটি পৃথিবীর সবচেয়ে কমবয়সী মালভূমি এবং এশিয়ার বেশ কয়েকটি বড় নদীর উত্স। (ইয়ু কুয়াং ইউয়ে)