জর্দানের রাজা আবদুল্লাহ ১৮ মে শান্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত সুযোগ সৃষ্টির জন্য ইসরাইলকে তাগিদ দিয়েছেন যাতে এ বছরের শেষ নাগাদ ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করার সম্ভাবনা সৃষ্টি হয়।
জর্দানের রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, এ দিন বিশ্ব অর্থনীতি ফোরামের মধ্য প্রাচ্য সম্মেলনের বিরতির সময়ে আব্দুল্লাহ ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে বৈঠক করেছেন। আবদুল্লাহ বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের পৃথক প্রস্তাবের ওপর ভিত্তি করে ইসরাইলের উচিত উপযুক্ত সুযোগ সৃষ্টি করে দু'দেশের শান্তি বৈঠক ত্বরান্বিত করার ব্যাপারে নিজের দায়িত্ব পালন করা।
মধ্য প্রাচ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল্লাহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইল ও ফিলিস্তিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে শান্তি বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেণ্ট জর্জ বুশ বলেন, বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় এ বছরের শেষ নাগাদ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি বাস্তবায়নে পৌঁছানো সম্ভব হবে। তবু ফিলিস্তিনের ফাতাহ -এর উচ্চপদের একজন সদস্য কুয়াদোরা ফারেস একই দিন বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু ইসরাইলের পাশে আছে, সেহেতু এ বছরের মধ্যে বৈঠকে কোনো বাস্তব ফলাফল হবে না বলে ফাতাহ ও ফিলিস্তিনের প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস মনে করেন।
১৮ মে বিশ্ব অর্থনীতি ফোরামের মধ্য প্রাচ্য সম্মেলন চলাকালে মিশরের শারম আল শেখ শহরে মাহমুদ আব্বাসমিশরের প্রেসিডেণ্ট মহাম্মদ হোসনি মুবারাকের সঙ্গে সাক্ষাত্ করেছেন। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত করার ব্যাপারে দু'নেতা আলোচনা করেছেন।
(ওয়াং তান হোং)
|