সিনহুয়া বার্তা সংস্থার খবরে জানা গেছে, ১৮ মে বেলা ১২টা পর্যন্ত ভূমিকম্পের কারণে সি ছুয়ানে আটকে থাকা ১০ হাজারেরও বেশি দেশী-বিদেশী পর্যটকের মধ্যে ৯ হাজার ৭শ' ২০জনকে নিরাপদে ভূমিকম্প কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
১৮ মে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক ওয়াং চি ফা পেইচিং-এ বলেন, সি ছুয়ান প্রদেশ ও চীনের পর্যটন বিভাগের হিসাব অনুযায়ী ভূমিকম্প এলাকায় দেশী-বিদেশী পর্যটন দলের ১০ হাজার ৩শ' ৮৬ জন পর্যটক আটকা পড়েছিলেন। বিদেশী পর্যটকদের মধ্যে ছিলেন তাইওয়ান, হংকং ও ম্যাকাওয়ের ১ হাজার ৭৩জন। ১৮ মে বেলা ১২টা পর্যন্ত মোট ৯ হাজার ৭শ' ২০জন দেশী-বিদেশী পর্যটককে ভূমিকম্প কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
খবরে আরো জানা গেছে, ৫৪জন পর্যটক ভূমিকম্পে নিহত হয়েছে। এর মধ্যে একজন তাইওয়ানবাসী রয়েছেন। এ পর্যন্ত কোনো বিদেশী পর্যটকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।–খোং চিয়া চিয়া
|