১৯ মে সকালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের চীনা দূতাবাসে গিয়ে চীনের ওয়েনছুয়ানের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন।
এরশাদ বলেন, ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র চীনে ব্যাপক ভূমিকম্পে জনগণের মূল্যবান জানমালের বিশাল ক্ষয়ক্ষতির কথা জেনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি বাংলাদেশের জাতীয় পার্টি ও নিজের পক্ষ থেকে দুর্গত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভুতি প্রকাশ করেন। তিনি আশা করেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব কঠিন সময় পার করে সুন্দর জন্মভূমি পুনর্গঠনের কাজ করতে পারবেন।
বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত চাং ছিং দিয়ান এরশাদকে ধন্যবাদ জানান এবং সংক্ষেপে চীন সরকার ও জনগণের সর্বাত্মক উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে অবহিত করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|