বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা বিষয়ক সপ্তম "চীনা ভাষার সেতু" নামক প্রাথমিক প্রতিযোগিতা ১৪ মে কাজাখস্থানের বৃহত্তম নগর আলমাতীয় সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
কাজাখস্থানের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ৩০জনেরও বেশি ছাত্র-ছাত্রী এবারের প্রতিযোগিতায় যোগ দিয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পরীক্ষার্থীরা "উদ্যোগী অলিম্পিক ও আনন্দময় চীনা ভাষা"-এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছে। "ইতোমধ্যেই দশজন পরীক্ষার্থী সেমি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। কাজাকস্থানে বক্তৃতা, চীন সম্পর্কে সাধারণ জ্ঞান এবং প্রদর্শন এই তিনটি প্রতিযোগিতায় একজন ছাত্র শিরোপা অর্জন করেন।
|