চীনের ভূমিকম্প ব্যুরো নিখুঁত হিসাব নিকাশের পর সিছুয়ানের ১২ মের ভূমিকম্পের মাত্রা ৭.৮ থেকে সংশোধন করে ৮.০-এ নির্ধারণ করেছে। চীনের ভূমিকম্প ব্যুরোর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যাখ্যা করে বলেন যে, ভূমিকম্পের মাত্রা সংশোধন করা আন্তর্জাতিক নিয়ম সম্মত।
১২ মে সিছুয়ানের ভয়াবহ ভূমিকম্পের পর চীনের ভূমিকম্প কেন্দ্র জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের পরিমাপের বাস্তব উপাত্ত থেকে দ্রুত ঘোষণা করেছিল, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৭.৮। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ভূমিকম্প বিশেষজ্ঞরা সারা বিশ্বের ভূমিকম্প নেটসহ অনেক ভূমিকম্প কেন্দ্রের উপাত্ত কাজে লাগিয়ে এবারের ভূমিকম্পের পরিমাপ নিয়ে বিস্তারিত হিসাব নিকাশ করে নির্ধারণ করেছেন যে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৮.০ মাত্রা।
বিশেষজ্ঞ বলেন, এর আগে ভূমিকম্পের মাত্রা সংশোধন করার অনেক উদাহরণ আছে। যেমন ২০০৫ সালের ভারত মহাসাগরে সুনামি হওয়ার পর প্রথমে নির্ধারিত হয়েছিল ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলের ৮.৫। কিন্তু পরে পর পর দু'বার সংশোধন করা হয়। অবশেষে সেবারের সুনামিতে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলের ৯-এর ওপর ছিল বলে নির্ধারণ করা হয়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|