v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-19 12:16:40    
ভূমিকম্পের নিহতদের শোকে চীনে জাতীয় পতাকা অর্ধ-নমিত

cri

    ১৯ মে ভোর ৪টা ৫৮মিনিটে চীনের পেইচিংয়ের থিয়েন-আন-মেন মহাচত্বরে স্বাভাবিক পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর পতাকা অর্ধ-নমিত রাখা হয়। সিছুয়ানের ওয়েনছুয়ান জেলার ভয়াবহ ভূমিকম্পে নিহতদের প্রতি সারা চীনের বিভিন্ন জাতির জনগণের গভীর শোকের প্রতীক হিসেবে পতাকাটি অর্ধনমিত রাখা হয়।

   

এ দিন সকালে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারী সংস্থা ও স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও ভূমিকম্পে নিহতদের শোকে পতাকা অর্ধ-নমিত রাখা হয়েছে।

   

পেইচিংয়ের অধিবাসী টিয়ান কুয়াং হুই সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেন, ভূমিকম্পে এতো বেশি লোক নিহত হয়েছে দেখে তিনি খুব মর্মাহত। চীনের জাতীয় পতাকা প্রথম বারের মতো শোক প্রকাশের জন্য অর্ধ-নমিত রাখা হলো। এতে তিনি অভিভূত হয়েছেন। হংকং থেকে আসা ম্যাডাম মা সু ফেন পেইচিংয়ে পতাকা উত্তোলণ অনুষ্ঠান দেখার পর সংবাদদাতাকে বলেন, ১৯ মে থিয়েন-আন-মেন মহাচত্বরে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখার খবরটি জেনে তিনি ভোরে থিয়েন-আন-মেন মহাচত্বরে এসেছেন। তিনি বলেন, ভূমিকম্পের নিহতরা আমাদের স্বদেশবাসী। আমি মর্মাহত হয়েছি।

   

১৮ মে দুপুর ২টা পর্যন্ত সিছুয়ান ভূমিকম্পের কারণে চীনের সিছুয়ান, কানসু, শেনষিসহ নানা অঞ্চলে মোট ৩২,৪৭৭৬জন নিহত এবং ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় পরিষদ ১৯ থেকে ২১ মে পর্যন্ত জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময় চীনের অভ্যন্তরে অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠানও অস্থায়ীভাবে বন্ধ থাকবে। সারা চীন ও বিদেশে চীনা সংস্থাগুলো পতাকা অর্ধ-নমিত রাখে। এর পাশাপাশি সকল ধরনের বিনোদন কর্মসূচীও বন্ধ রাখা হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)