চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়াম্যান হু চিন থাও ১৮ মে সিছুয়ান প্রদেশের শিফাং শহরে ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনার সময় বলেন, চীন সরকার অবশ্যই দুর্গত অঞ্চলের জনগণকে কঠিন সময় অতিক্রম করতে সর্বাত্মক সাহায্য করবে।
শিফাং শহরের রাস্তার পাশে স্থাপিত একটি দুর্গতদের একটি অস্থায়ী শিবির পরিদর্শনের সময় হু চিন থাও অত্যন্ত বেদনার সঙ্গে দুর্গত অঞ্চলের জনগণের সমবেদনা জানান। তিনি ঘটনাস্থলে সেনাবাহিনীর উদ্ধারকারী সৈন্য ও দমকল বাহিনীর সদস্যদের বলেন, এখন অত্যন্ত জরুরী সময়। উদ্ধারকারীরা সময়ের সঙ্গে সংগ্রাম করে সম্ভাব্য সকল উপায়ে জীবিতদেরকে উদ্ধার করছেন।
হু চিন থাও সংশ্লিষ্ট কর্মীদের উদ্দেশ্যে মানসিক সাহস দিয়ে দুর্গত অঞ্চলের জনগণকে কঠিন অবস্থা পার করে জন্মভূমি পুনর্গঠনের জন্য ঘুরে দাঁড়ানোর আস্থা জাগানোর জন্য আদেশ দিয়েছেন।
১২ মের ভয়াবহ ভূমিকম্পে ১৮ মে দুপুর দু'টা পর্যন্ত চীনের সিছুয়ান, কানসু, শেনশিসহ নানা অঞ্চলে মোট ৩২,৪৭৬জন নিহত এবং ২ লাখ ২০ হাজারেরও বেশি লোক আহত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|