ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শন এবং ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ তত্পরতা সম্পর্কে খোঁজ খবর নেয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক , প্রেসিডেন্ট হু চিন থাও ১৭ মে সি ছুয়ান প্রদেশের ভূমিকম্পের কেন্দ্রস্থল- ওয়েন ছুয়ান জেলায় গিয়েছেন ।
জেলার একটি মাধ্যমিক স্কুলে ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ কাজে অংশগ্রহণকারী চীনের সেনাবাহিনীর সেনানায়ক ও সৈনিকদের বিরামহীনভাবে উদ্ধার ও ত্রাণ তত্পরতা চালানো এবং ভূমিকম্পের দরুণ সৃষ্ট ক্ষয়ক্ষতি হলেও ন্যূণতম পরিমাণে কমানোর নির্দেশ দিয়েছেন । এ জেলায় যে সব কারখানার গুরুতর ক্ষতি হয়েছে , তিনি সে সব কারখানাও পরিদর্শন করেছেন । ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ তত্পরতা পাশাপাশি আবার উত্পাদন শুরু করা এবং শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য তিনি সবাইকে উত্সাহ দিয়েছেন ।
ভুমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং উদ্ধার ও ত্রাণ তত্পরতা পরিদর্শনের জন্য হু চিন থাও ১৮ মে সকালে সি ছুয়ান প্রদেশের শি ফাং শহরেও যান । (থান ইয়াও খাং)
|