১৮ মে রাত ১২টা ১ মিনিট পযর্ন্ত চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো ৬৪০ সদস্যের একটি চিকিত্সক দল সিচুয়ান প্রদেশের ভূমিকম্প দুগর্ত এলাকার ত্রাণ কাজে অংশ নিয়েছে। বতর্মানে দুগর্ত এলাকায় মহামারী ও আকস্মিক কোন রোগের প্রকোপ দেখা যায়নি। এ ছাড়া, রক্ত সরবরাহের ঘাটতিও দেখা যায়নি।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৮ মে রাত ১২টা ১ মিনিট পযন্র্ত চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় দুগর্ত এলাকায় ৫৫০০জনেরও বেশী চিকিত্সা কর্মী ও ৫০০টিরও বেশী অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। দুগর্ত এলাকার প্রত্যেক জেলা ও থানায় চিকিত্সা দল তাদের কাজ শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্গত এলাকায় জরুরী চিকিত্সা সামগ্রী পাঠিয়েছে।
জানা গেছে, ১৮ মে সকাল ১০টা পযর্ন্ত সেনাবাহিনীর ৩০২০ জন চিকিত্সা কর্মী দুর্গত এলাকার ৩৫টি জেলা বা থানায় চিকিত্সা সেবা প্রদান করছেন ।
চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ১৭ মে বলেছেন, মৃত প্রাণীর কারণে যাতে রোগের প্রকোপ না দেখা দেয় সে কারণেই দুগর্ত এলাকায় রোগ প্রতিরোধক কর্মীদের পাঠানো হয়েছে।
|