অপূর্ণ হিসাব থেকে জানা গেছে, বর্তমানে সি ছুয়ান প্রদেশে ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণকাজে প্রায় ১ লাখ ১০ হাজার সৈন্য ও সশস্ত্র পুলিশ নিয়োজিত হয়েছে।
এ দিন রাষ্ট্রীয় পরিষদের বার্তা কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হু ছাং মিং বলেন, ১২ মে'র ভূমিকম্পের পর পরই চীনের সেনাবাহিনী উপগ্রহ, জীবিতদের অনুসন্ধান যন্ত্র ও ভারি যন্ত্রপাতিসহ পুবোদমে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫০ কিলোমিটার সড়ক পুণনির্মিত হয়েছে এবং ধ্বংসস্তূপে চাপা পড়া ২০ হাজার লোককে উদ্ধার করেছে।
তিনি আরও বলেছেন, ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণকাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। চীনের সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশের উদ্ধারকাজ অব্যাহত থাকবে এবং দুর্গতদেরকে পুনর্বাসন ও উত্পাদনে তাঁরা সক্রিয়ভাবে সাহায্যও করে যাবে।
(ওয়াং তান হোং)
|