ইরাকের একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা ১৭ মে জানিয়েছে, ইরাকের নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলের মোসুল শহরে প্রায় ১ হাজারেরও বেশি অবৈধ সশস্ত্র জঙ্গীকে গ্রেপ্তার করেছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির একজন সহযোগী বলেন, সশস্ত্র জঙ্গী গ্রপের কিছু সংখ্যক সদস্য মোসুলের উপকন্ঠে ও কাছাকাছি শহরে পালিয়ে গেছে। তিনি বলেন, ইরাকের নিরাপত্তা বাহিনী নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে।
ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর একজন কর্মকর্তা বলেন, মোসুলে ইরাকের নিরাপত্তা বাহিনীর অভিযান সফল হয়েছে। তবে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, সম্ভবত সশস্ত্র ব্যক্তিরা মোসুল শহরে হামলা চালাতে পারে।–খোং চিয়া চিয়া
|