ই'ইউ ও আন্দিয়ান কমিউনিটি ভবিষ্যতে একটি অবাধ বাণিজ্য চুক্তি সম্পর্কিত বৈঠকের লক্ষ্যে ১৭ মে একটি অবকাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে।
এ দিন আন্দিয়ান কমিউনিটির সদস্য দেশ বলিভিয়া, কলাম্বিয়া ও ইকয়েডরের নেতৃবৃন্দ ও ই'ইউ'র প্রতিনিধিগণ রাজনীতি ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কে বৈঠক করে এবং উপযুক্ত অবকাঠামোগত চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন।
বৈঠকের পর, পেরুর প্রেসিডেণ্ট অ্যালান গার্সিয়া ও ইকয়েডরের প্রেসিডেণ্ট রাফায়েল কোরেয়া দেলগাদোর একটি যৌথ সংবাদ সম্মেলণ আয়োজন করেন। রাফায়েল কোরেয়া দেলগাদোর বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে একটি সক্রিয় ও অবকাঠামোগত চুক্তির স্বাক্ষর একটি লক্ষনীয় অগ্রগতি।
(ওয়াং তান হোং)
|