চীনের সি ছুয়ান প্রদেশের ভূমিকম্প কবলিত এলাকার ও ত্রাণ সমন্বয় নির্বাহী কেন্দ্র থেকে জানা গেছে, ১৭ মে বিকেল ৪'টা পর্যন্ত, ত্রাণকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ৩৩৪৩৪জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
একই সঙ্গে সি ছুয়ান সামরিক বাহিনীর সহায়তায় আহত ৫৯৫জন ইয়েং সিউ উপজেলা থেকে নিরাপদ এলাকায় স্থানান্তর করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ইয়েং সিউ উপজেলায় কেউ গভীরভাবে আহত আর নেই।
১৭ মে দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চীনের সি ছুয়ান প্রদেশে ভূমিকম্পে ২৮ হাজার ৮শো৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ লাখ। বিভিন্ন হাসপাতালে ১ লাখ ২০ হাজার আহতকে চিকিত্সা দেওয়া হচ্ছ এবং ৪০ হাজার লোক হাসপাতালে ভর্তি হয়েছে।
(ওয়াং তান হোং)
|