চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের সিচুয়ান প্রদেশের ভূমিকম্প দুগর্ত এলাকায় মহামারী ও আকষ্মিক কোন রোগের প্রকোপ দেখা যায়নি । এছাড়া, রক্ত সরবরাহের ঘাটতিও দেখা যায়নি।
১৬ মে রাত ৮টা পযর্ন্ত দুগর্ত এলাকার ত্রাণ কাজে অংশ গ্রহণকারী সিচুয়ান প্রদেশে চিকিত্সা কর্মীদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার জনে । ১ লাখ ১৬ হাজারেরও বেশী আহত লোক সিচুয়ান প্রদেশের বিভিন্ন হাসপাতলে ভর্তি হয়েছে যাদের মধ্যে ১৫ হাজার ৮শো লোকের অবস্থা আশংকাজনক । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ হাজারেরও বেশী চিকিত্সা ও মহামারী নিবারণ কর্মী এখন ভূমিকম্প দুগর্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
১৭ মে ভোর পযর্ন্ত সিচুয়ান প্রদেশের বিভিন্ন দুগর্ত এলাকার রক্ত কেন্দ্রের ভান্ডারে রক্ত সংগ্রহের পরিমাণ ৩১ লাখ মিলিলিটারেরও বেশী ছিল। সুতরাং রক্ত সরবরাহের ঘাটতি দেখা যায়নি।
|