১৬ মে দুপুরে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সিছুয়ান ভূমিকম্প এলাকার মিয়ান ইয়াং শহরের দক্ষিণ উপকণ্ঠের বিমান বন্দরে পৌঁছে দ্রুত প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওসহ নেতৃবৃন্দের সঙ্গে দুর্যোগ উদ্ধার ও ত্রাণ কাজ পর্যালোচনার জন্য সম্মেলন আয়োজন করেছেন ।
ওয়েন চিয়া পাও সিছুয়ানের ভয়াবহ ভূমিকম্পের বৈশিষ্ট্য, দুর্গতদের অবস্থা , গত কয়েক দিনে ত্রাণ কাজের অগ্রগতি এবং চলমান পরিস্থিতিতে সমস্যা ও পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে রিপোর্ট করেছেন । ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হু চিন থাও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ।
সম্মেলনে জোর দিয়ে বলা হয়েছে, এখন জরুরি সময় চলছে । সকল প্রচেষ্টার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখার চেষ্টা করা উচিত , মানুষের জীবন বাঁচানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখে সর্বাত্মক প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করতে হবে । ন্যূনতম সুযোগ থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে ।
সম্মেলনে জানানো হয়েছে, আরো ৩০ হাজার সৈন্যকে দুর্গত এলাকায় পাঠানো হবে । অবিলম্বে ব্যবস্থা নিয়ে উদ্ধার কারীদেরকে সকল মহকুমা এবং যত দ্রুত সম্ভব সকল গ্রামে প্রবেশ করতে হবে । উদ্ধার হওয়া লোকজনকে যত দ্রুত সম্ভব স্থানান্তর করা উচিত । বিশেষ করে অনাথ শিশু ও বৃদ্ধ বয়সের লোকদেরকে সরানোর কাজ ভালভাবে সম্পন্ন করতে হবে । নির্দিষ্টভাবে ভূমিকম্পের তথ্যে মনোযোগ দিতে হবে, নতুন ভূমিকম্প এবং নতুন হতাহতের ঘটনা প্রতিরোধ করতে হবে । স্বাস্থ্য ও সংক্রামক রোগ প্রতিরোধের কাজ শুরু করতে হবে ,যাতে ভূমিকম্পের পর রোগ সংক্রামন ঠেকানো যায় ।
সম্মেলনের পর হু চিন থাও দ্রুত সবচেয়ে গুরুতর দুর্গত অঞ্চল পেইছুয়ান ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত জেলায় যান ।
১২ মে ওয়েনছুয়ান জেলায় ৭.৮ মাত্রার ভূমিকম্প হয় । ভূমিকম্পের পর হু চিন থাও সংশ্লিষ্ট বিভাগকে যত দ্রুত সম্ভব আহতদের উদ্ধার করা এবং দুর্গত এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন । এর পাশাপাশি ১২ ও ১৪ মে তিনি ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজ পর্যালোচনার জন্য দু'বার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যদের সম্মেলন আয়োজন করেন ।
(ছাও ইয়ান হুয়া)
|