চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় রিখটার স্কেলে ৭.৮ মাত্রার গুরুতর ভূমিকম্প হওয়ার পর, আন্তর্জাতিক সম্প্রদায় চীন সরকার ও চীনা জনগণের উদ্ধার ও ত্রাণ কাজে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে। কিছু কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রধান চীন সরকারের ত্বরিত্ ও কার্যক ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ তত্পরতার প্রশংসা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোগ নিয়ন্ত্রণ ও জরুরি মানবিক বিষয়ক বিশেষজ্ঞ স্টিফেন মার্টিন ১৪ মে জাতিসংঘ বেতারকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ভূমিকম্পে চীন সরকারের ত্রাণ কাজ খুবই দ্রুত এবং শক্তিশালী, যা সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানোর জন্য গুরুত্বপূর্ণ।
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক ফেডারেশনের দুর্যোগ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা ১৫ মে জেনেভায় বলেন, এ ভয়াবহ ভূমিকম্প হওয়ার পর, চীন সরকারের ত্রাণ কাজ খুবই দ্রুত। তারা যথাযথভাবে সেনাবাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রের সামগ্রী দুর্গত অঞ্চলে পাঠিয়েছে। এতে ভূমিকম্প থেকে সৃষ্ট বেশ কিছু সম্ভাব্য সংকট নিয়ন্ত্রণ করা গেছে।
আফ্রিকান ইউনিয়ন কমিটির চেয়ারম্যান জাঁ পিং ১৫ মে সন্ধ্যায় এক বিবৃতিতে ভূমিকম্পে চীন সরকার ও চীনা জনগণের ত্রাণে সমর্থন ব্যক্ত করে এবং প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভূমিকম্পে আহতরা যত তাড়াতাড়ি সম্ভব সেরে উঠবে বলে আশা ব্যক্ত করেছেন।--ওয়াং হাইমান
|