চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রণব মুখার্জি ১৫ মে রাশিয়ার ইয়েকাটরিনবুর্গে ত্রি-পক্ষীয় বৈঠক করেছেন এবং যুক্ত ইশতেহার প্রকাশ করেছেন।
ইশতেহারে তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা উল্লেখ করেছেন, চীন, রাশিয়া ও ভারতের মধ্যকার সমন্বয় অব্যাহতভাবে জোরদার হচ্ছে। তিন পক্ষের সহযোগিতা স্থিতিশীল। এই সহযোগিতা ও সুষম বহুমেরুবিশিষ্ট বিশ্ব গড়ে তোলা, আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়ন ও আন্তর্জাতিক শৃঙ্খলার আরো ন্যায়সংগত ও যুক্তিযুক্ত উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে। ইশতেহারে বলা হয়েছে, তিন দেশের সংলাপ ও সহযোগিতা অব্যাহতভাবে গভীরতর করার জন্য নানা ব্যবস্থা ও পদ্ধতি গড়ে তোলা হবে।
বৈঠকে তিন দেশের পররাষ্ট্র মন্ত্রীরা বিস্তারিতভাবে আন্তর্জাতিক পরিস্থিতি ও প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেন। তারা পুনরায় ঘোষণা করেন যে, তিন দেশের অবস্থানের মধ্যে ব্যাপক মতৈক্য আছে। তারা জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রধানত দুর্যোগ উদ্ধার এবং পুনর্বাসনে কেন্দ্রীভূত করা উচিত। অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এড়ানো উচিত। তারা জোর দিয়ে বলেন, জাতিসংঘের কাঠামোয় শান্তিপূর্ণ উপায়ে আফগান সমস্যা, ইরানের পরমাণু সমস্যা, কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা এবং কোসোভোর মর্যাদার সমস্যা সমাধান করা উচিত।
ইশতেহারে রাশিয়া ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী পুনরায় ঘোষণা করেছেন, এ দু'দেশ পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করে এবং তা সফল করার জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক। (ইয়ু কুয়াং ইউয়ে)
|