বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ৪৪জন পর্যটক এবারের ওওয়েন ছুয়ান জেলার ভয়াবহ ভূমিকম্পে মারা গেছেন বলে জানা গেছে । বর্তমানে তাদের স্বনজনদের সহায়তার কাজ পুরোদমে চলছে । চীনের সিছুয়ান প্রদেশের পর্যটন ব্যুরোর মহাপরিচালক চাং কু আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন ।
আমাদের সংবাদদাতা বলেন , চাং কি আমাদের বলেছেন , এক অসমাপ্ত পরিসংখ্যান থেকে জানা গেছে , ভয়াবহ ভূমিকম্প ঘটার সময় ৫ হাজার ১৬৭জন চীনা ও বিদেশী পর্যটক দুর্গত অঞ্চলে অবস্থান করছিলেন । বৃহস্পতিবার রাত ৯টা পযন্ত ৩ হাজার ৭ শ'রও বেশি পর্যটক নিরাপদ রয়েছেন বলে জানা গেছে । ভমিকম্পে আহত পর্যটকদের চিকিত্সা করা হচ্ছে । যে ৪৪জন পর্যটক মারা গেছেন , তাদের স্বনজনদের সহায়তার কাজ সুশৃংখলভাবে চলছে । তিনি আরো জানান , এবারের বিপর্যয়ে ও মেই শান , চিউ চাই কৌ ও ওয়ো লুং প্রাকৃতিক সংরক্ষণ এলাকার মত দর্শনীয় স্থানের বড় আকারের ক্ষতি হয় নি ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন , ভূমিকম্প ঘটার সময় সিছুয়ান প্রদেশের তে ইয়াংয়ে কর্মরত একজন জার্মান নাগরিক পালিয়ে যাওয়ার সময় হঠাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । তার জন্যে চীন দু:খ প্রকাশ করছে ।
|