v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-16 16:40:31    
চীনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সমবেদনা

cri
    গত কয়েক দিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে চীনের ভূমিকম্প অঞ্চলে সাহায্য দিয়ে চীন সরকার ও জনগণের উদ্ধার ও ত্রাণ কাজে সমর্থন করে যাচ্ছে।

    জাতিসংঘের মুখপাত্র মিশেল মন্তাস ১৫ মে বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন চীনের সিছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চলের পরিস্থিতির ওপর অব্যাহতভাবে গভীর নজর রাখছেন। তিনি দুর্গত অঞ্চলের জনগণকে গভীর সহানুভুতি ও সমেবদনা জানান। মন্তাস বলেন, জাতিসংঘ চীনকে যে কোন মাধ্যমে সহায়তা দিতে প্রস্তুত।

    আফ্রিকান ইউনিয়নের চেয়ার‌ম্যান জাঁ পিং ১৫ মে রাতে এক বিবৃতিতে বলেন, ভুমিকম্পে গুরুতর আহতদের প্রতি তিনি নিবিড় মনোযোগ রাখছেন। তিনি চীন সরকার ও জনগণকে সমবেদনা জানান। তিনি আশা করেন, ভূমিকম্পে আহতরা দ্রুত আরোগ্য লাভ করবেন।

    রাশিয়া চার দফায় সিছুয়ান ভূমিকম্প অঞ্চলকে ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের ত্রাণ সামগ্রী দেবে। এর মধ্যে দ্বিতীয় কিস্তির ৩০ টন ত্রাণ সামগ্রী ১৫ মে সকালে ছেংতুতে পৌঁছেছে। একই দিন ভারত সরকার ঘোষণা করেছে, ভারত চীনের সিছুয়ান প্রদেশের ভূমিকম্প অঞ্চলকে ৫০ লাখ মার্কিন ডলারের ত্রাণ সামগ্রী দেবে।

    রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক ফেডারেশন ১৫ মে চীনের সিছুয়ান ভূমিকম্প অঞ্চলকে প্রায় ১ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার সাহায্য দেয়ার অনুরোধ করেছে।

    তা ছাড়া, নরওয়ে, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, গ্রীস, এস্তোনিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়াসহ বহু দেশ এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা চীনকে সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)