v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-16 16:10:57    
সি ছুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারেঃ ওয়েন চিয়া পাও

cri
    চীনে সি ছুয়ান প্রদেশে ভূমিকম্পের ত্রাণ তত্পরতা পরিচালনাকারী চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, ১৫ মে দুপুর ২টা পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯ হাজার ৫শো নয় জনে দাঁড়িয়েছে। আনুমানিক হিসেবে এ সংখ্যা বেড়ে ৫০ হাজারে উঠতে পারে। বর্তমানে ২০ হাজারেরও বেশী লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে এবং অনেকে নিখোঁজ রয়েছেন।

    ১৫ মে রাতে ট্রেনেরাষ্ট্রীয় পরিষদে ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ পরিচালনা সদর দপ্তরের সম্মেলনে ওয়েন চিয়া পাও বলেন, সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানে ভূমিকম্পে দুর্গত এলাকার বিস্তৃতি ১ লাখ বর্গকিলোমিটার। এ ভূমিকম্প ১৯৭৬ সালের থাং সান ভূমিকম্পের চেয়েও ভয়াবহ। ভূমিকম্পের ভয়াবহতা থেকে স্পষ্ট যে, নয়া চীন প্রতিষ্ঠার পর এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি পরিমাণ সবচেয়ে ব্যাপক।

    ওয়েন চিয়া পাও বলেন, সারা চীন ভূমিকম্পের ত্রাণকাজে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৬ মে সকালে সংবাদদাতাকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেন, দুর্গতদের উদ্ধার করা এখনও প্রধান কাজ। সামন্যতম সুযোগ থাকলেও, আমরা একশো গুণ চেষ্টা চালিয়ে যাবে।

    বর্তমানে ত্রাণকাজে নিয়োজিত চীনের গণ মুক্তি ফৌজের সদস্য, সশস্ত্র পুলিশ ও বেসরকারী রিজার্ভ সৈন্যদের সংখ্যা ১ লাখ ২০ হাজার। ১৫ মে চীনের সেনাবাহিনী ধ্বংসস্তূপে পড়া ১০ হাজার লোককে উদ্ধার করেছে। ১৩ হাজার আহতকে চিকিত্সা দেওয়া হচ্ছে। ১ লাখ ২০ হাজার দুর্গতকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ভূমিকম্পের ঘটনাস্থল ওয়েন ছুয়ান ও বেই ছুয়ান যাওয়ার প্রধান পথও আবার চালু হয়েছে।

    ১৫ মে পর্যন্ত চীনের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় মোট ২.২৫ বিলিয়ন ইউয়ানের ত্রাণ বরাদ্দ দিয়েছে। বিভিন্ন মহল থেকেও ১.৩৪৪ বিলিয়ন ইউয়ান চাঁদা পাওয়া গেছে।

    (ওয়াং তান হোং)