জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১৪ মে জাতিসংঘের কিছু সদস্য দেশের স্থায়ী প্রতিনিধির সঙ্গে মিয়ানমারের ত্রাণ তত্পরতা ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেছেন।
মিয়ানমারসহ আসিয়ানের সদস্য দেশগুলো এবং কিছু প্রধান সাহায্যকারী দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের পর বান কি মুন বলেন, বহু দেশ ব্যক্ত করেছে যে, তারা মিয়ানমারে প্রয়োজনীয় সাহায্য দেবে। তিনি আরো বলেন, মিয়ানমারের ত্রাণ কাজকে রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়।
সম্মেলনে বান কি মুন মিয়ানমারের ত্রাণ কাজ আরো ত্বরান্বিত করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। যেমন জাতিসংঘ ও আসিয়ান কর্তক যৌথভাবে একজন মানবিক ত্রাণ সমন্বয়কারী নিয়োগ , মিয়ানমারের বাইরে রীয়্যার সার্ভিস কেন্দ্র গড়ে তোলা এবং একটি উচ্চ পর্যায়ের ত্রাণ অধিবেশন করা।
চলতি মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত মিয়ানমারে ঘূর্ণিঝড় " নার্গিস " এর আঘাতে নিহতের সংখ্যা ৩৮ হাজারে উঠেছে এবং ২৭ হাজার ৮ শ জন এখনো নিখোঁজ রয়েছে।(লিলু)
|