v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-15 19:50:57    
সিছুয়ান প্রদেশের ভূমিকম্পে ত্রান তত্পরতায় চীনের দুর্যোগ মোকাবেলার ক্ষমতা প্রমাণিত হয়েছে

cri

    চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান জেলায় রিখটার স্কেলের৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হওয়ার পর থেকেই চীন দুর্গত এলাকায় অত্যন্ত দ্রুততার সঙ্গেব্যাপক ত্রান কাজ চালিয়ে যাচ্ছে । এই বিশাল বিপর্যয় মোকাবেলা , সমন্বয়সামর্থ্য এবং কর্মতত্পরতাসবই নজিরবিহীন । ভূমিকম্প মোকাবেলার ব্যাপারে চীন সরকারের ত্বরিত্ ব্যবস্থা ও কর্মকান্ড যেমন দেশের জনসাধারণের সমর্থন পেয়েছে তেমনি তাদের আস্থাও বাড়িয়ে দিয়েছে । এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রশংসাও পেয়েছে ।

    ভূমিকম্পে উদ্ধার কাজে চীনের সামর্থ্য এখন প্রমাণিত সত্য। ভূমিকম্প হওয়ার সঙ্গেসঙ্গে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সর্বাত্মক উদ্ধার ত্রানকাজের নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও দেড় ঘন্টার মধ্যে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন । এ সম্পর্কে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন বিষয়ক সচিবালয়ের চেয়ারম্যান সালভানো ব্রিসেনো বলেন , চীন সরকারের দুর্যোগ মোকাবেলার সামর্থ্যে আমরা সত্যিই বিষ্মিত হয়েছি । টেলিভিশনে আমি দেখেছি , চার ঘন্টারও কম সময়ের মধ্যে ত্রাণ ও উদ্ধার কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছে গেছে । দুর্যোগ মোকাবেলার ব্যাপারে চীন সরকারের কর্মতত্পরতাআমার মনে গভীর রেখাপাত করেছে ।

    এবারের ত্রাণ কাজে চীনের সমন্বয়ের ক্ষমতাও প্রমানিত হয়েছে । ভূমিকম্প হওয়ার পর চীনের ভূমিকম্প ব্যুরো, বেসামরিক মন্ত্রণালয় , গণ মুক্তি ফৌজ , সশস্ত্র পুলিশ এবং চিকিত্সা, পরিবহন ও টেলিযোগাযোগসহ নানা বিভাগ অত্যন্ত দ্রুত সমন্বিতভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে । যাতে বিপুল পরিমানের ত্রাণ শক্তি ও সামগ্রী অল্প সময়ের মধ্যে দুর্গত এলাকায় পৌঁছানো সম্ভব হয় । ১৪ মে বিকেল ৪ টা পর্যন্ত সারা দেশে মোট ৮৭.৭ কোটি ইউয়ান রেন মিনপির চাঁদা সংগ্রহীতহয়েছে । এ সম্পর্কে অলাভজনক আন্তর্জাতিক সংস্থার শিশু বিষয়ক সমিতির চীনা প্রকল্পের মুখ্য প্রতিনিধি উইন্ডহ্যামজেমস বলেন , এমন একটি সময়ে চীনের মতো সম্পদ ও মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে এমন সরকার বিশ্বেখুব কম ।

এবারের ত্রান কাজে চীনের সর্বোচ্চ কর্মতত্পরতার সামর্থ্য দেখা গেছে । অত্যন্ত দুর্যোগপূর্ণআবহাওয়া ও সড়ক যোগাযোগবিচ্ছিন্ন থাকা অবস্থায় ও চীনের ত্রাণকর্মীরা পায়ে হেঁটে এবং নৌ ও বিমান পরিবহনের মাধ্যমে সময়োচিত ও কার্যকর উদ্ধার ও ত্রাণ কাজ করেছেন । ১৫ মে সকাল ৮ টা পর্যন্ত চীনের সশস্ত্র পুলিশ ধ্বংসস্তূপ থেকে ৫৫০০ আহত লোককে উদ্ধার করেছে , ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়েছেন এবং বিমানে করে দুর্গত এলাকায় বিপুল পরিমাণের খাদ্য ও নিত্য প্রয়োজনীয়সামগ্রী পাঠিয়েছে ।

    এবারের ত্রাণ কাজ থেকে বিশ্ববাসী চীনের তথ্য সংগ্রহের দক্ষতাও উপলব্ধি করেছে । ভূমিকম্পের মাত্র ১০ মিনিট পর চীনের রাষ্ট্রীয় ভূমিকম্প ব্যুরো দ্রুতভূমিকম্পের খবর প্রকাশ করেছে । চীনের হোনান , কুইচৌ, কুয়াংতুং প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ মোবাইল, টেলিভিশন ও বেতার অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের কাছে ভূমিকম্পের খবর জানিয়েছে । চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রসিসিটিভি গোটা উদ্ধার ও ত্রান তত্পরতা সরাসরি সম্প্রচার করছে ।

    জনমত হলো , এবারের ভূমিকম্প মোকাবেলায় চীন যে দ্রুত ও কার্যকর ত্রাণ তত্পরতা চালাতে পারছে তা প্রধানত গত ৩০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের কারণে অর্জিত আর্থিক শক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত শক্তির ফল । এ সম্পর্কে চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গণ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ব্যবস্থাপক ফো চুংছাও বলেন , গত কয়েক বছর ধরে জরুরী পরিস্তিতিমোকাবেলা ব্যবস্থার উন্নয়নেচীন ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আসছে । এর ফলে চীন সরকার ওয়েনছুয়ান জেলার ভূমিকম্প মোকাবেলায় দ্রুত সাড়া দিতে সক্ষম হয়েছে ।

    বর্তমানের উদ্ধার ও ত্রান তত্পরতা থেকে স্পষ্ট যে , দুর্যোগমোকাবেলার গতি এবং সামাজিক শক্তিকে উদ্বুদ্ধ করা ও তথ্য প্রকাশ করার ক্ষেত্রে চীন সরকার ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে । উদ্ধার কাজে চীন সরকার যে সামর্থ্য দেখিয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক স্বীকৃতি পেয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চায়েব বলেন , চীনের ত্রান তত্পরতা সম্পর্কে আমি আস্থাশীল। আজকের চীন একটি বড় দেশ । ত্রানকাজে চীনের বহু অভিজ্ঞতা রয়েছে এবং এ ক্ষেত্রেরচীনে বহু বিশেষজ্ঞও আছেন । চীন দুর্যোগ মোকাবেলার কাজ ভালভাবে সম্পন্ন করতে পারবে বলে আমি বিশ্বাস করি । --চুং শাওলি