চীন ও ভারতের দ্বিতীয় উচ্চ পর্যায়ের আর্থিক উন্নয়ন ফোরাম ১৫ মে পেইচিংয়ে শুরু হয়েছে। এবারের ফোরামে দু'দেশ আর্থিক শিল্পের প্রতিদ্বন্দ্বিতার শক্তি উন্নত করা এবং আর্থিক ঝুঁকি প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।
চীনের গণ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর সু নিং ফোরামে বলেছেন, চীন ও ভারত উভয়েই ব্যাপক জনবহুল উন্নয়নশীল দেশ। উন্নয়নের প্রক্রিয়ায় দু'দেশই অভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করছে। চীন ও ভারতের আর্থিক মহল বিনিময় জোরদার করে দু'দেশের আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং দু'দেশের বাণিজ্যিক শিল্পের মান এবং আর্থ-বাণিজ্যিক বিনিময় উন্নত করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
চীন ও ভারতের প্রথম উচ্চ আর্থিক উন্নয়ন ফোরাম২০০৭ সালে ভারতে অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে দু'দেশ ঋণপত্র এবং ফিউচার্সের লেনদেনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে।(লিলু)
|