১৫ মে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পেইচিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন সিছুয়ানের ভূমিকম্প এলাকায় বিদেশী নাগরিকদের অনুসন্ধান তত্পরতা চালিয়ে যাচ্ছে । এ পর্যন্ত ৪৫জন বিদেশীকে খুঁজে বের করা হয়েছে এবং তারা সবাই নিরাপদে আছেন ।
সর্বশেষ হিসেব অনুযায়ী সিছুয়ানে মোট ৯৩জন বিদেশী পর্যটক রয়েছেন । ১৫ মে দুপুর পর্যন্ত ৩১জন বৃটিশ, ২জন ইসরাইলী এবং ১২জন মার্কিন নাগরিককে খুঁজে বের করা হয়েছে । তারা সবাই নিরাপদ ।
ছিন কাং বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে নিযুক্ত সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ বজায় রাখবে এবং যথা সময়ে সংশ্লিষ্ট তথ্য বিনিময় করবে । এর পাশাপাশি চীনের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে নিখোঁজদেরকে খুঁজে বের করবে এবং দুর্গত এলাকার বিদেশী নাগরিকদেরকে সময়মত সাহায্য করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|