১৫ মে চীনের রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দপ্তরের স্বাস্থ্য ও সংক্রামক রোগ প্রতিরোধ বিভাগের পরিচালক কাও ছিয়াং পেইচিংয়ে বলেন, চীন সিছুয়ান ভূমিকম্প দুর্গতদের মানসিক চিকিত্সা করবে ।
তিনি বলেন, ভূমিকম্প দুর্গতদের অনেকে আত্মীয়স্বজন হারিয়েছে বলে মানসিকভাবে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আতংকের কারণে কিছু কিছু শিশুর মনোবৈকল্য দেখা দিতে পারে ।
তিনি বলেন, দুর্গত এলাকার জরুরি চিকিত্সা দলের মধ্যে মানসিক ডাক্তারও রয়েছেন । তারা দুর্গত এলাকার লোকদের মনোবৈকল্য কাটিয়ে উঠতে কার্যকর সাহায্য ও চিকিত্সা দেবে।
(ছাও ইয়ান হুয়া)
|