শানতুং প্রদেশের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে শানতুং প্রাদেশিক সরকার কৃষি সংস্থাকে ২৭ কোটি ৯০ লাখ ইউয়ান ভর্তুকি দিয়েছে , যা গত বছরের চেয়ে ১০৩ শতাংশেরও বেশি । প্রায় ২০ হাজার কৃষক পরিবার এই ভর্তুকিতে লাভবান হবে ।
কৃষকদের ভর্তুকি সহায়ক নীতি সম্প্রসারণের জন্য চলতি বছরে শানতুং প্রদেশের কৃষি সংস্থার ভর্তুকি নীতিতে সকল জেলা অন্তর্ভুক্ত রয়েছে । কৃষি উত্পাদনে অংশগ্রহণকারী এবং কৃষি যন্ত্রপাতির ক্রেতা কৃষকরা ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন । অনুমান করা হচ্ছে, এ সহায়ক নীতি চালু হওয়ার পর চলতি বছরে শানতুংয়ে নতুন কৃষি যন্ত্রপাতি বাবদ ব্যয় ৮০ কোটি ইউয়ানেরও বেশি এবং এতে প্রায় ২০ হাজার কৃষক পরিবার সুবিধা পাবে ।
|