v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-15 18:26:14    
চীনে দারিদ্র্য বিমোচন জোরদার হচ্ছে

cri
স্যুন উ জেলা মধ্য চীনের চিয়াং শি প্রদেশের দক্ষিণাংশে অবস্থিত । জেলার ৩ লাখ অধিবাসীর মধ্যে ৮০ শতাংশই কৃষক ।

চীন সরকার দারিদ্র্য বিমোচনের ওপর খুব গুরুত্ব দেয় । স্যুন উ জেলাকে চীনের দারিদ্র্য বিমোচনের অন্যতম জেলা হিসেবে নির্ধারণ করা হয়েছে । দারিদ্র্য বিমোচনের জন্য কৃষকদের যাতে সহায়তা করা যেতে পারে , সেজন্য জেলা সরকার ফলমূল উত্পাদনের একটি কর্মসূচী প্রণয়ন করেছে । গত ৫ বছর ধরে জেলায় প্রায় ৭ হেক্টর কৃষি জমিতে ফল গাছ লাগানো হয়েছে । গত বছর এ জেলায় কমলা লেবুর উত্পাদনের পরিমাণ ৩.৫ লাখ টনে দাঁড়ায় । ফলমূল ক্ষেত্রে জেলার আয় ৭৬ কোটি ইউয়ানে পৌঁছেছে । জেলায় ৫৯ হাজার কৃষক পরিবারের মধ্যে ফল উত্পাদনকারী কৃষক পরিবারের সংখ্যা ৪৮ হাজার । ফল উত্পাদন শিল্প বিকাশের মাধ্যমে জেলায় ৩০ শতাংশ কৃষক পরিবার সচ্ছল হয়ে উঠেছে । ৬০ শতাংশ দরিদ্র জনসংখ্যা দারিদ্রতার থেকে মুক্তি পেয়েছে । গত কয়েক বছরে জেলায় পশু পালন , মিথেন গ্যাস তৈরি ও ফলমূলের দিক থেকে সার্বিক বিকাশ লাভ করেছে । এতে পশু পালনের কারণে পরিবেশ দূষণের সমস্যা দূর হয়ে গেছে । কৃষক পরিবারের মিথেন গ্যাস ব্যবহারের জন্য সুবিধা হয়েছে এবং ফলমূল উত্পাদনের পরিমাণ ও উত্কৃষ্টতা আরো ভাল হয়ে উঠেছে । এ থেকে বোঝা যায় , দারিদ্র্য দূরীকরণের ব্যাপারে এটা একটা খুব ভাল পদ্ধতি ।

গত কয়েক বছরে স্যুন উ জেলায় রাষ্ট্রীয় দারিদ্র্য দূরীকরণ তহবিল থেকে প্রতি বছর ৮০ লাখ ইউয়ান ঋণ পাওয়া যাচ্ছে । এ ছাড়াও অন্যান্য ক্ষেত্র থেকে এ জেলায় প্রতি বছর মোট ৬ কোটি ইউয়ান অর্থ সংগ্রহ করা যায় । এ সব অর্থ পাহাড়ী সড়ক নির্মাণ , পাবর্ত্য এলাকায় পানি ও বিদ্যুত্ ব্যবস্থা গড়ে তোলা এবং পশু পালনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ।

জেলায় বিপুল সংখ্যক দরিদ্র লোক ছিল । দারিদ্র্য বিমোচনে তাদের সাহায্য করার জন্য ফল গাছ লাগানোর একটি খামার গড়ে তোলা হয়েছে । খামার থেকে দরিদ্র কৃষকদেরকে বিনা পয়সায় ফল গাছের চারা , সার ও প্রযুক্তিগত পুস্তক সরবরাহ করা হতো । গত বছর পশু মুরগী পালন খামার গড়ে তোলার জন্য স্থানীয় সরকার ১০ লাখ ইউয়ান বরাদ্দ করেছে ।

গত কয়েক বছরে স্যুন উ জেলায় অর্থনৈতিক বিকাশের পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং শিল্পের মাধ্যমে কৃষিকে সাহায্য করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে । ৫ বছর আগে এ জেলায় জিডিপি ছিল ৬০ কোটিরও কম । এবং আর্থিক আয় ৫ কোটির নীচেই । ২০০৭ সালে এই জেলায় জিডিপি ২.৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । আর্থিক আয় ২০ কোটি ইউয়ান হয়েছে । ৫ বছর আগে স্যুন উ জেলায় কৃষকদের মাথাপিছু গড় আয় ছিল মাত্র ১ হাজার । ২০০৭ সালে তাদের আয় ২৩২০ ইউয়ানে পৌঁছেছে । এই জেলার একটি কর্মসূচী অনুযায়ী ৩ বছরের মধ্যে এ জেলার সকল দরিদ্র পরিবারকে দারিদ্র্য বিমুক্ত করা হবে ।

দারিদ্র্য দূরীকরণ করতে হলে দরিদ্র অঞ্চলের উন্নয়ন বাস্তবায়ন করতে হবে । চীন সরকার দারিদ্র্য বিমোচনের ওপর বিশেষ নজর দিচ্ছে । দারিদ্র্য বিমোচনের জন্য কৃষকদের সাহায্য করার প্রয়োজন যেমন তেমনি নতুন গ্রামাঞ্চল নির্মান কৃষকদের সচ্ছলতার একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম ।

দারিদ্র্য বিমোচন করতে হলে সর্বপ্রথমে সরকারের অর্থ বরাদ্দের প্রয়োজন । দারিদ্র্য দূরীকরণ খাতে বিভিন্ন পর্যায়ের সরকারকে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে । এর পাশাপাশি দারিদ্র্য বিমোচনের অর্থ ভালভাবে ব্যবস্থাপনাও করতে হবে । যাতে দারিদ্র্য বিমোচনের জন্য ব্যবহার্য অর্থের কার্যকরিতা যথাযথভাবে পালন করা যায় ।

দারিদ্র্য বিমোচন করতে দরিদ্র কৃষকদের সাহায্য করার জন্য সরকারের অর্থ বরাদ্দ ছাড়া ক্ষুদ্র ঋণ ব্যবস্থারও খুব প্রয়োজন । চীনের দারিদ্র্য দূরীকরণ তহবিলের উদ্যোগে ক্ষুদ্র ঋণ দানের ব্যবস্থা চালু করা হয় । এখন পর্যন্ত চীনের ১০টি জেলায় ক্ষুদ্র ঋণ দান কেন্দ্র গড়ে তোলা হয়েছে । এ সব কেন্দ্রের মাধ্যমে দরিদ্র কৃষকদের মোট ১২ কোটি ইউয়ান ঋণ দেয়া হয়েছে । এতে ২০ হাজার কৃষক উপকৃত হয়েছে । গত ৬ বছর ধরে চীনে ক্ষুদ্র ঋণের ব্যাপারে কোনো অচল ঋণের সমস্যা হয় নি ।

এ বছরের প্রথম দিকে দক্ষিণ চীনের বেশ কয়েকটি অঞ্চলে দারুণ তুষারপাত ও বৃষ্টিজনিত দুর্যোগ ঘটে । এতে চেচিয়াং প্রদেশের স্যুন উ জেলায় কমলালেবুর উত্পাদন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে । এ জেলায় ৫ একর জমিতে অর্ধেক কমলালেবু উত্পাদন ক্ষতিগ্রস্ত হয়েছে । অনুমান করা হচ্ছে , এ বারের দুর্যোগে এ জেলায় ১ কোটি ইউয়ানেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে । এ সমস্যা মোকাবেলা করার জন্য স্থানীয় সরকার ও দারিদ্র্য দূরীকরণ বিভাগ বেশ কয়েকটি জরুরী ব্যবস্থা নিয়েছে । প্রথমে ফল যাতে ক্ষতিগ্রস্ত না হয় , সেজন্য বেশ কিছু হিমাগারে তা সুরক্ষা করা হয় । এর পর সে সব ফল যতো তাড়াতাড়ি সম্ভব বিক্রি করতে কৃষকদের সাহায্য করার জন্য স্থানীয় সরকার পেইচিং , শাংহাইসহ বিভিন্ন বড় শহরের সুপারমার্কেটকে আনুরোধ জানিয়েছে । এ ছাড়াও এবারের দুর্যোগে ফল নষ্ট হওয়ার কারণে ক্ষতি পূরণের জন্য সরকার কৃষকদের মোট ৪০ লাখ ইউয়ান ভর্তুকী দিয়েছে ।

চীনের দারিদ্র্য দূরীকরণ তহবিলের প্রধান কর্তব্য হল সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ সংগ্রহ করা এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য জরুরী ত্রাণ-সাহায্য কেন্দ্র গঠন করা । এই তত্ত্বাবধান ও জরিপ ব্যবস্থার সাহায্যে দুর্যোগ যতোতাড়াতাড়ি সম্ভব মোকাবেলা করা যায় ।

পূর্ব চীনের চিয়াং শি প্রদেশে একটি দরিদ্র গ্রামের দারিদ্র্যতা বিমোচনের জন্য সাধারনতঃ ২০ লাখ ইউয়ান ঋণ লাগে । এ সব অর্থ গ্রামের অবকাঠামো ব্যবস্থা গড়ে তোলা এবং দারিদ্র্য বিমোচন প্রকল্পের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ।

গত ২০ বছর ধরে চীনের গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের অন্ন বস্ত্রের সমস্যা মোটামুটি দূর হয়ে গেছে । প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সামর্থ্যও অনেক উন্নত হয়েছে ।

(থান ইয়াও খাং)