.jpg)
'২০০৮ পেইচিং অলিম্পিক গেমস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কৃতি কর্মসূচী'র আন্তর্জাতিক অংশ হিসেবে 'পেইচিংয় সম্মিলন—২০০৮ সাংস্কৃতিক অভিযান' ১২ মে পেইচিংয়ে শুরু হয়েছে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে আসা প্রায় দশ হাজার শিল্পী পেইচিংয়ে সমিলিত হয়ে ১০০টিরও বেশি আন্তর্জাতিক শ্রেষ্ঠ নাটক পরিবেশনসহ প্রায় ৬০টি বড় আকারের শিল্পকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
চীনের উপ-সংস্কৃতি মন্ত্রী মেং সিয়াও সি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত 'পেইচিংয় সম্মিলন—২০০৮ সাংস্কৃতিক অভিযান' হচ্ছে বিশ্ব জুড়ে একটি সংস্কৃতির মিলনসভা। 'অলিম্পিকের পাঁচ রিং পেইচিংয়ে সুন্দরভাবে ফুটানো' এই বিষয়টি পুরোপুরি এ সাংস্কৃতিক অভিযানের মধ্য দিয়ে তুলে ধরা হবে। সকল জনগণ এর মাধ্যমে অলিম্পিক সংক্রান্ত সাংস্কৃতিক কর্মসূচীর আনন্দ উপভোগ করতে পারবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|