v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-14 20:18:41    
চীন সিছুয়ান প্রদেশের দুর্গত এলাকায় উদ্ধার কাজে সর্বশক্তি নিয়োগ

cri
চীনের সিছুয়ান প্রদেশেভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যে বেড়ে ১২ হাজারে দাঁড়িয়েছে । দুর্গত এলাকায় উদ্ধার কাজে চীন সর্বশক্তি ও সম্পদ নিয়োগ করেছে । উদ্ধারকারীরাএখন ভূমিকম্পের কেন্দ্র স্থল ওয়েনছুয়ান জেলায় প্রবেশ করেছে ।

ওয়েন ছুয়ান জেলা সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতু শহর থেকে মাত্র একশ' কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু ভূমিকম্প থেকে সৃষ্ট পাহাড়ধসে পড়ায় সেখানকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । দুর্যোগপূর্ণআবহাওয়া এবং পরে ছোটআকারের পরাঘাতে ত্রান কাজ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে

ছেংতু থেকে ওয়েন ছুয়ানে যেতে তু চিয়াংইয়েন শহর অতিক্রম করতে হয় । পাহাড়ধসে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিছুয়ান প্রদেশ ও রাষ্ট্রের ত্রানসামগ্রী সেখানে পাঠানো যাচ্ছে না । বিচ্ছিন্ন সড়ক ত্রান কাজে একটি বৃহত্তম সমস্যা হয়ে দেখা দিয়েছে । ত্রানকর্মীরা পায়ে হেঁটে আশেপাশের এলাকা থেকে ওয়েনছুয়ান জেলায় যাচ্ছেন। ১৩ মে দুপুরবেলা প্রথম দফা সেনা সদস্যরা ওয়েনছুয়ান জেলার ইনসিউচেনগ্রামে প্রবেশ করে ধ্বংসস্তূপে আটকে থাকা গ্রামবাসীদের অনুসন্ধান শুরু করেন । তারপর ৮০০জন সশস্ত্রপুলিশ ওয়েনছুয়ান জেলা শহরে প্রবেশ করে ত্রানকাজ শুরু করেন । সর্বশেষ খবর অনুযায়ী ওয়েনছুয়ান জেলার অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং ৫০০ জন মারা গেছেন । নিকটবর্তী লুংসিচেন ও ইনসিউচেন থানার অবস্থা এর চাইতেও খারাপ ।

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সংশ্লিষ্ট পক্ষের কাছে যথাসম্ভব ওয়েন ছুয়ানে যাওয়ার পথ সুগম করার অনুরোধ জানিয়েছেন । তিনি বলেন ,এবারের ভূমিকম্পের কেন্দ্র স্থল ওয়েনছুয়ান জেলা । ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকা লোকদের উদ্ধার করার জন্য গণ মুক্তি ফৌজের সদস্যরাসেখানে যাওয়ার পথ তৈরী করার চেষ্টা চালাচ্ছেন । এর জন্য যত সেনা শক্তি দরকার গণ মুক্তি ফৌজ তত জনকেই পাঠাবে । ১৩ মে রাতে ভূমিকম্প প্রতিরোধ সদরদপ্তরের একটি সভায় প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও শিগগির চাপা পড়ে থাকা লোকদের উদ্ধার এবং হতাহতের সংখ্যা ন্যূনতম পর্যায়ে রাখার আহবান জানিয়েছেন ।

আমাদের পরিসংখ্যান অনুযায়ী এপর্যন্ত মোট ১৬ হাজার সৈন্য দুর্গত এলাকায় পৌঁচেছেন । ৩৪হাজার সৈন্য যাওয়ার পথে । সৈন্যরা যাতে যথাসময় দুর্গতএলাকায় পৌঁছতে পারে তার জন্য সৈন্যবাহিনী ১১টি সামরিক বিমান ও ৯টি বেসামরিক বিমান ব্যবহার করছে ।

সৈন্য ছাড়া চীনের বিভিন্ন এলাকা থেকে ত্রাণ কর্মীরাও দুর্গত এলাকায় যাওয়ার চেষ্টা করছেন । চীনের বেসামরিক মন্ত্রণালয়ের ত্রান বিভাগের প্রধান ওয়াং চেনইয়াও বলেছেন , বাড়িঘরের ভিন্ন ধরনের অবকাঠামোর কারণে জীবিত লোক দীর্ঘসময় বেঁচে থাকতে পারবে । সুতরাং উদ্ধারের কাজ অপেক্ষাকৃত দীর্ঘ স্থায়ী হতে পারে ।

বর্তমানে সবচেয়ে জরুরী কাজ হল মানুষ উদ্ধার করা । দুর্গত এলাকায় গিয়ে ধসেপড়া ঘরে চাপা পড়ে থাকা জীবিত মানুষ আছে কীনা তা অনুসন্ধান ও মৃত কেউ আছে কীনা তা যাচাই করার জন্য এখন বিপুল পরিমানে জনশক্তি দরকার । বিন্দুমাত্র আশা থাকা পর্যন্তসরকার উদ্ধার কাজ চালিয়ে যাবে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিকিত্সা দল বিভিন্ন এলাকা থেকে দুর্গত এলাকায় যাচ্ছে । বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ত্রান সামগ্রীও দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে । চীনের বেসামরিক মন্ত্রণালয়ের উপমন্ত্রী লোপিং বলেন , কেন্দ্রীয় সরকারের ৮৬ কোটি ইউয়ানের জরুরী অর্থ বিভিন্ন ক্ষেত্রের ত্রাণকাজে এবং দুর্গত জনসাধারণকে স্থানান্তর ও পুনর্বাসনেরকাজে লাগানো হবে । বেসামরিক মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমিকম্প এলাকায় ৬০ হাজার তাবু ও ৫০ হাজার লেপ পাঠিয়েছে ।

দুর্গত এলাকার জনসাধারণ যাতে বিপদ কাটিয়ে উঠতে পারেন তার জন্য চীনের বিভিন্ন পর্যায় থেকে কর্মসূচী নেওয়া হয়েছে । ১৩ মে সন্ধ্যা৬টা পর্যন্ত চীনে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রায় ২২ কোটি ইউয়ানের অর্থ ও সামগ্রী সংগ্রহীত হয়েছে। বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা চীন সরকার ও জনগণের ত্রান কাজে সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছে । চীনের বেসামরিক মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বলেছেন , চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যকেস্বাগত জানায় এবং যথাসময় এই সব অর্থ ও সামগ্রীদুর্গত এলাকায় পৌঁছে দেবে ।--চুং শাওলি