১৪ মে কিছু দেশের সরকার ও নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা সিছুয়ানে ভূমিকম্পের জন্য চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওকে বানী পাঠিয়ে অথবা অন্য কোনো উপায়ে চীন সরকার ও চীনা জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাপানের সম্রাট আকিহিতো, থাইল্যান্ডের সম্রাট ভুমিবল আদুলইয়াদেজ ও রাজকুমারী মহা চাকরি সিরিনধরন, ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানআল বোলকিয়াহ, মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ, বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর উচিয়াংকো, রুমানিয়ার প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কু ও পররাষ্ট্রমন্ত্রী লাজার কোমানেস্কু ভূমিকম্পে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন। তারা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে আস্থা ব্যক্ত করেছেন যে, দুর্গত অঞ্চলের জনগণ অবশ্যই যত দ্রুত সম্ভব এই কঠিন সমস্যা অতিক্রম করবে। তারা বলেছেন, দুর্গত অঞ্চলের জন্য যথাসাধ্য সমর্থন ও সাহায্য দিতে প্রস্তুত। তারা চীনকে মানবতাবাদী সমর্থন দিয়ে যাবে।
লাইবেরিয়া, বুরুনডি, কমোরোস, ইরিত্রিয়া, ঘানা, সোমালিয়া, মালদ্বীপ ও শ্রীলংকাসহ বহু দেশের নেতারা চীন সরকার ও জনগণকে আন্তরিক সহানুভূতি জানিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|