v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-14 19:25:12    
কয়েক জন শ্রোতার চিঠি

cri
বন্ধুরা, এখন কয়েক জন শ্রোতার চিঠি পড়ে শোনাবো।

সিরাজগঞ্জ জেলার শ্রোতা মো: জাকারিয়া হোসাইন তার চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন পুরানো শ্রোতা। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আগে আমি নিয়মিত চিঠিও লিখতাম। কিন্তু পড়াশুনার ব্যস্ততার কারনে মাঝখানে কয়েক মাস ধরে চিঠি লিখতে পারিনি। আমি আমার বন্ধুদেরকে সি আর আই সম্পর্কে বলেছি। তারা সবাই পানাদের অনুষ্ঠান শোনে। আমি তাদের কাছ থেকে উত্সাহ পাওয়ার পর আবার চিঠি লিখলাম। কিন্তু অনুষ্ঠান সূচির অভাবে প্রত্যেকটি অনুস্ঠান শোনা হয়না। আশা করি, আপনারা অনুষ্ঠান সূচি পাঠাবেন। এবং জানাবেন চিঠি পাওয়ার কত দিন পর আপনারা প্রচার করেন।

প্রিয় বন্ধু, পড়াশুনার ব্যস্ততার মাঝে ও আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আমরা প্রায়ই আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি । আপনাদের চিঠিতে অনুষ্ঠান সূচী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে । আমরা খুব শিগগিই আপনাকে অনুষ্ঠান সূচী পাঠিয়ে দেবো।

বাংলাদেশের টাঙ্গাইল জেলার শ্রোতা জাহিদুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি একজন স্কুলের ছাত্র। চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শোনা আমার একটি শখ । কিন্তু সি আর আই-এর অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয়। এর মধ্যে চাওয়া-পাওয়া ও মিতালী আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। তা ছাড়া, প্রত্যেক শনিবারের মিতালীর মুখোমুখিও আমার পছন্দের। আমার একটি প্রস্তাব হলো, আপনাদের অনুষ্ঠানে আরো বেশী খেলার খবর থাকলে আরও সুন্দর হবে ।

প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আমরা জানি আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আরও অনেক কিছু করার আছে । আপনি চিঠিতে যে প্রস্তাব দিয়েছেন তা আমরা বিবেচনা করবো। এর আগে অন্যান্য শ্রোতাও একই প্রস্তাব দিয়েছেন। এখানে একটি কথা উল্লেখ করতে হচ্ছে যে, সি আর আই-এর তথ্য কেন্দ্র প্রতিদিন খবর তৈরী করে থাকে। আমরা তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের অনুষ্ঠানসূচী তৈরী করি। সুতরাং আমাদের খবে সাধারণত খেলার খবর থাকে না। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ কোনো খেলার খবর থাকে তাহলে অবশ্যই প্রচারিত হয়। আশা করি আমার ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। বতর্মানে মিতালীর মুখোমুখি অনুষ্ঠানটি শনিবারের পরিবর্তে রবিবার প্রচারিত হচ্ছে । শুনতে ভুলবেন না। অনুষ্ঠানের মান আরো বাড়ানোর জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত দরকার। সুতরাং নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন এবং আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে যদি কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে বা ইমেলে জানতে দ্বিধা করবেন না।

বন্ধুরা , এখন একটি বাংলা গান শুনবেন।

বাংলাদেশের নাটোর জেলার শ্রোতা রবিউল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত আপনাদের কাছে চিঠিও পাঠাই। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে আমি চাওয়া পাওয়া অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। সুন্দর সুন্দর বাংলা গানের সুর ঝংকারে আমি মুগ্ধ হই। আমি চীনা শিল্পীর কন্ঠের বাংলা গান খুবই পছন্দ করি। আমি চাওয়া পাওয়া অনুষ্ঠানের প্রচারিত ভাল ভাল গানগুলো রেকর্ড করে রেখে বার বার তা শুনি এবং আনন্দ পাই। আমার পরিবারের সবাই এক সঙ্গে মিলে আনুষ্ঠানিকভাবে বসে বাছাই করা গানগুলো উপভোগ করি। তা ছাড়াও মিতালী ও মুখোমুখি অনুষ্ঠানও আমার পছন্দের অনুষ্ঠান।

ভাই, রবিউল ইসলাম , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনি খুব মনোযোগের সঙ্গে চাওয়া-পাওয়া অনুষ্ঠান শোনেন জেনে খুব মুগ্ধ হয়েছি।ভবিষ্যতে যাতে আরও বেশী ভাল ভাল গান এই অনুষ্ঠানে প্রচারিত হয় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো । আমরা আগে বলেছি, আমাদের প্রত্যেক রবিবারের শ্রোতা সন্ধা অনুষ্ঠান আপনাদের নিজস্ব অনুষ্ঠান। আশা করি , নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। চীন বা সি আর আই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখেজানাবেন।

বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা আব্দুন নূর তুষার তার চিঠিতে লিখেছেন, সি আরআই আমার প্রিয় বেতার। এই বেতার আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। বহু দিন যাবত আমি সি আর আইকে সঙ্গে নিয়ে অজানার পথে ছুটে চলেছি, জানিনা তার গন্তব্য থোকায়। হয়ত সি আর আই ভবনে । সি আর আই এর অনুষ্ঠান আমি একা একা শুনিনা বরং চেষ্টা করি নতুন কোনো ব্যক্তিকে শোনাতে । যাতে সে শ্রোতা হয়। এভাবে বাড়ি বাড়ি গিয়েও সি আর আই এব শ্রোতা তৈরী করেছি । আমাদের গ্রামের অধিকাংশ লোকে সি আর আই-এর খবর আর প্রতিবেদনের পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও শোনেন। আমার চেষ্টা সি আর আইকে জনপ্রিয় বেতারে পরিণত করা।

প্রিয় আব্দুন নূর তুষার , আমাদের বাংলা অনুষ্ঠানের শ্রোতা বাড়ানোর জন্য আপনি যে চেষ্টা চালিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। বুঝতে পেরেছি , আমাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আপনি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসা করার মতো। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। আপনার মতো শ্রোতা পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আপনার চেষ্টায় আপনার চারপাশের পরিচিত লোক আমাদের শ্রোতা হবে বলে আশা করছি । আগের মতো ভবিষ্যতেও আপনি নিয়মিত আমদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনার কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।

ফরিদপুর জেলার শ্রোতা এস এম গোলাম সারোয়ার তার চিঠিতে লিখেছেন, সি আর আই এর বাংলা অনুষ্ঠান শোনা এবং মতামত জানিয়ে চিঠি লেখা আমার প্রধান শখ। সি আর আই আমার কতটা প্রিয় বেতার তা বলে শেষ করতে পারব না। সুন্দর সুন্দর বাংলা অনুষ্ঠান শুনে আমার মনটা প্রশান্তিতে ভরে যায়। তাই সি আর আই এর প্রতিটি বাংলা অনুষ্ঠান শুনি। কর্ম জীবনের ব্যস্ততা থাকা সত্ত্বেও সি আর আই এর অনুষ্ঠান শুনি এবং অনেক অনেক চিঠি লিখি। এতে আমি আনন্দ পাই। সি আর আই একটি ভাল মানের আন্তর্জাতিক বেতার । কারণ, সি আর আই আন্তর্জাতিক কবর পরিবেশন ছাড়াও বিশ্বের অন্যান্য বিষয়াবলী বাংলা অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরে।

প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। প্রত্যেক বার আপনি লম্বা লম্বা চিঠি লেখেন। আপনি আমাদের অনুষ্ঠানের যে প্রশংসা করেছেন তার জন্য ধন্যবাদ। আমরা জানি আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার অনেক অবকাশ আছে। ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানের মান আরও বাড়ানোর জন্য সযাসাধ্য চেষ্টা করবো ।

এতক্ষণ কয়েক জন শ্রোতার চিঠি পড়ে শুনিয়েছি ।

এখন একটি বাংলা গান শুনবেন।

এতক্ষণ শুনলেন, আমাদের প্রতি রবিবারের বিশেষ অনুষ্ঠান" শ্রোতা সন্ধ্যা"। " শ্রোতা সন্ধ্যা" আপনাদের নিজস্ব অনুষ্ঠান। চীন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো প্রস্তাব থাকলে আমাদের চিঠি লিখে জানতে ভুলবেন না । আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। শ্রোতা সন্ধ্যা এখানে শেষ করছি । ভাল থাকুন, সুস্থ থাকুন। আগামি সপ্তাহে আবার কথা হবে ।