চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ মে সকালে সি ছুয়ান প্রদেশের গুরুতর ভূমিকম্প দুর্গত এলাকা বেই ছুয়ান জেলায় গিয়ে ত্রাণ কাজ পরিচালনা করেন।
বেই ছুয়ান মাধ্যমিক স্কুলের একটি বিধ্বস্ত ভবনের কাছাকাছি দাঁড়িয়ে ওয়েন চিয়া পাও বলেন, দুর্গত এলাকায় এক লাখ উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তারা প্রতিটি জেলা, প্রতিটি মহকুমা এবং প্রতিটি গ্রামে উদ্ধার কাজ চালাবে। আমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষ উদ্ধার করা ।
ওয়েন চিয়া পাও বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সাহায্য করে এবং সম্মিলিতভাবে সংগ্রাম চালালে আমরা নিশ্চয়ই এই দুর্যোগকে জয় করতে পারবো।(লিলু)
|