পিপলস ডেইলির খবরে জানা গেছে, সিছুয়ানের ওয়েনছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় চীনের বিভিন্ন জাতি , হংকং ও ম্যাকাওয়ের চীনা জনগণ উদ্বিগ্ন । তারা নানা ভাবে দুর্গত এলাকার জনগণকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
পেইচিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা সেচ্ছায় রক্ত দিয়ে দুর্গত এলাকার জনগণকে সাহায্য করছে । ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক ও ছাত্রছাত্রী এ তত্পরতায় অংশ নেন ।
থিয়ানচিন ৫০ লাখ ইউয়ান ত্রাণ ও সামগ্রী দিয়েছে এবং ৫২জন শীর্ষ প্রযুক্তি কর্মী নিয়ে গঠিত একটি দলকে সিছুয়ানে পাঠিয়েছে ।
হোপেই প্রদেশ দুর্গত এলাকায় ৫০ লাখ ইউয়ান ত্রাণ দিয়েছে । হোপেই প্রদেশের থাংশান ও সিংথাই শহর সিছুয়ানে যাওয়ার জন্য পৃথক পৃথক উদ্ধারকারী দল গঠন করেছে ।
ভূমিকম্পের একদিন পর হংকংয়ের বিভিন্ন মহলের দেয়া ত্রাণ সাহায্যের পরিমাণ ৫ কোটি হংকং ডলার ছাড়িয়ে গেছে । ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার দুর্গত এলাকার ত্রাণ কাজে সমর্থন দেওয়ার জন্য ১০ কোটি ইউয়ানের অনুদান চীনের কেন্দ্রীয় ভূমিকম্প প্রতিরোধ পরিচালনা সদর দপ্তরকে দিয়েছে ।
এছাড়া, শানসি, অন্তঃর্মঙ্গোলিয়া, লিয়াও নিং, চিলিন এবং শাংহাইসহ বিভিন্ন অঞ্চল ভূমিকম্প এলাকায় ত্রাণ সামগ্রী দিয়েছে এবং উদ্ধারকারী দল গঠন করে সংশ্লিষ্ট সাহায্যের কাজ শুরু করেছে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ১৩ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চীনের বিভিন্ন মহলের দেয়া ত্রাণ সামগ্রীর মোট মূল্য ২২ কোটি ইউয়ান রেনমিনপি ।
(ছাও ইয়ান হুয়া)
|