১৩ মে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির পরিচালনা বিভাগের প্রধান চাং চিয়ান বলেছেন, ভূমিকম্পের ঘটনায় সিছুয়ানে ১৪ জুন অলিম্পিক মশাল হস্তান্তর কর্মসূচীর পরিবর্তন হবে না । তিনি বলেছেন, মশাল হস্তান্তর রুটে ভূমিকম্পের কেন্দ্রস্থল না থাকায় এই রুটে কোন পরিবর্তন হবে না ।
পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি আরও বলেছে, বর্তমানে চীন ভূমিকম্প দুর্গত এলাকায় উদ্ধার ত্রাণ কাজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে । ১৪ মে অলিম্পিক মশাল চিয়াংসি প্রদেশ থেকে হস্তান্তর করা হবে এবং নিরাপত্তার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রক্রিয়া সহজতর করা হবে । এর পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ ভূমিকম্পের ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য মশাল হস্তান্তরের শুরু, শেষ স্থানে এবং রুটের মাঝে মাঝে ত্রাণবাক্স স্থাপন করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|