v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-14 17:06:07    
ভূমিকম্পে ধ্বংস স্তুপে চাপা পড়ে থাকা মানুষ বাঁচাতে শতগুণ চেষ্টা করতে হবেঃ ওয়েন চিয়া পাও

cri

    ১৩ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত, চীনের সি ছুয়ান প্রদেশে সংঘটিত গুরুতর ভূমিকম্পের ঘটনায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২ । আরও ৯ হাজার মানুষ ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আছে এবং ৭ হাজার ৮৪১ জন নিখোঁজ রয়েছে।

    সি ছুয়ান দুর্গত অঞ্চল ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনাকারী চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে থাকা সকল মানুষকে বাঁচাতে শতগুণ প্রচেষ্টা চালানোর অনুরোধ জানিয়েছেন।

    এদিন তিনি ভূমিকম্পের কেন্দ্রস্থল ওয়েন ছুয়ান জেলার অদূরে সি ছুয়ান প্রদেশের মিয়ান ইয়াং এবং তে ইয়াং শহরের কিছু দুর্গত মানুষের সঙ্গে দেখা করেছেন। ওয়েন চিয়া পাও বলেন, ভূমিকম্পের পর মাত্র ২৪ ঘন্টা কেটেছে, ফলে ধ্বংস স্তুপের নীচে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা এখনো আছে। সেজন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধার করতে হবে।

    এদিন সন্ধ্যায় রেল গাড়িতে ওয়েন চিয়া পাও রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সংক্রান্ত সদর দফতরের সম্মেলন আয়োজন করেন। তিনি জোর দিয়ে বলেছেন, বর্তমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মানুষকে উদ্ধার করা। এই তীব্র ভূমিকম্পে হতাহতের সংখ্যা ন্যূনতম পর্যায়ে রাখার চেষ্টা চালাতে হবে।

    জানা গেছে, এ পর্যন্ত দুর্গত অঞ্চলে উদ্ধার কাজে অংশ নিতে ২০ হাজার চীনের গণ-মুক্তি ফৌজ সদস্য ও সশস্ত্র পুলিশ পৌঁছেছে । ১৪ মে আরও ২০ হাজার উদ্ধারকারী দুর্গত অঞ্চলে পৌঁছানোর কথা। একই সঙ্গে চীনের আন্তর্জাতিক ত্রাণ দলসহ ছুং ছিং এবং সি ছুয়ান প্রদেশের ভূমিকম্পের উদ্ধার দলও দুর্গত অঞ্চলে পৌঁছবে। ১৪ মে সকাল ৬টা পর্যন্ত ভূমিকম্পের ধ্বংস স্তুপ থেকে আরো ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। মোট ২৬ হাজারেরও বেশি আহতের চিকিত্সা করা হয়েছে ।--ওয়াং হাইমান