v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-13 20:55:38    
চীনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকম্প প্রতিরোধ ও ত্রান কাজে অংশ নিতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়

cri

  ১২ মে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ৭.৮ মাত্রার প্রবল ভূমিকম্প হওয়ার পর কিছু দেশের সরকার ও নেতৃবৃন্দএবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিগণ ধারাবাহিকভাবে চীনের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং চীনের দুর্গত এলাকায় সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন ।

  জাতিসংঘ মহাসচিব বান কিমুন এ দিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । তিনি জাতিসংঘের পক্ষ থেকে চীন সরকার ও চীনা জনগণের প্রতি গভীর সহানুভূতি ও আন্তরিক সমবেদনা জানান । তিনি বিশ্বাস করেন , চীন সরকার ও চীনের নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্বে দুর্গত এলাকার জনগণ অবশ্যই দুর্যোগ কাটিয়ে উঠে পুনরায় দেশ নির্মাণের কাজে যোগ দিতে পারবেন । তিনি বলেছেন , জাতিসংঘ সর্বোচ্চ শক্তি নিয়োগ করে চীনের ত্রান ও পুনর্গঠনকাজে সমর্থন দেবে ।

  জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুও যথাক্রমে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওকে সমবেদনা বানী পাঠিয়েছেন । বানীতে তিনি সিছুয়ান প্রদেশের গুরুতর ভূমিকম্পের জন্য সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন এবং চীনকে যথাসাধ্য সাহায্য দেওয়ার কথা বলেছেন ।

  মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এক বিবৃতিতে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন । তিনি বলেন , যুক্তরাষ্ট্র নানা উপায়ে চীনকে দুঃখজনক ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় সাহায্য করবে ।

  রাশিয়ার প্রেসিডেন্ট দিমিদ্রি মেদভেদেভ প্রেসিডেন্ট হু চিনথওয়ের কাছে পাঠানো এক বানীতে সিছুয়ান প্রদেশের প্রবল ভূমিকম্পে গুরুতর জানমালের ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেছেন । তিনি বলেন , প্রয়োজন হলে রাশিয়া চীনের দুর্গত এলাকায় সাহায্য পাঠাবে ।

  ইউরোপীয় ইউনিয়নের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ই ইউর মানবিক সাহায্য পরিষদ দুর্গত এলাকার পরিস্থিতি পরিবর্তনের ওপর নিবিড় নজর রাখছে । ই ইউ কমিটির উন্নয়ন ও মানবিক সাহায্য বিষয়ক কমিটির সদস্য লুই মিশেল বলেছেন , ই ইউ সবসময় সাহায্য দিতে প্রস্তুত ।

  আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস রগ ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন । তিনি জোর দিয়ে বলেছেন , দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চীনা জনগণের সঙ্গে নিবিড় ঐক্যে ইচ্ছুক ।

  মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেসবিজ্ঞপ্তিতে চীনের ভূমিকম্পে নিহতদের প্রতি অকৃত্রিম সমবেদনা জানানো হয়েছে এবং মেক্সিকো সরকার চীনের ত্রান কাজে সাহায্য দিতে চায় বলে বলা হয়েছে । প্রেসবিজ্ঞপ্তিতে আশাবাদ প্রকাশ করা হয়েছে যে , চীন সরকারের নেতৃত্বে দুর্গত এলাকা অবশ্যই শিগগিরই পুনর্গঠিত হবে ।

  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোঃ আলি হোসেইনিবলেছেন , ইরান সরকার ও জনগণ চীন সরকার ও নিহতদের পরিবারপরিজনদের প্রতি গভীর সহানুভূতি জানায় ।ক্ষতিগ্রস্ত চীনা জনগণ তাড়াতাড়ি ভূমিকম্পে সৃষ্ট দুর্যোগের প্রভাব থেকে বেরিয়ে নিজের দেশ পুনর্গঠন করবেন বলে তিনি আস্থা প্রকাশ করেন ।

  তাছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ও প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি, জার্মানীর চ্যান্সেলর এন্জেলা মার্কেল, স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জানেজ জান্সা, পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিনস্কি, সার্বিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিচ, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ যথাক্রমে চীনের প্রেসিডেন্ট হু চিনথাওকে সমবেদনা বানী পাঠিয়েছেন । এছাড়া ফ্রান্স, ইসরাইল , তুরস্ক সিংগাপুর , কুয়েত, কলম্বিয়া ও আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশ চীনের ভূমিকম্পের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ।

  উল্লেখ্য যে, ১২ মে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ৭.৮ মাত্রা ভূমিকম্প হলে পেইচিং , সাংহাই , কানসু, সানসি ও সেনসি সহ বেশ কয়েকটি প্রদেশ ও শহরে ভূকম্পন অনুভূত হয় । ভিয়েতনাম ও থাইল্যান্ডেও ভিন্নভিন্নমাত্রায় এই ভূমিকম্প অনুভব করা গেছে । ১৩ মের সকাল ৭টা নাগাদ চীনে প্রায় ১০ হাজার লোক মারা গেছেন । --চুং শাওলি