নেপালের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ১২ মে বলেছেন, নেপালের সাংবিধানিক পার্লামেন্টের প্রথম অধিবেশন ২৮ মে অনুষ্ঠিত হবে।
এ দিন পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর কৈরালা এ কথা বলেন। তিনি অস্থায়ী পার্লামেন্ট সবিচালয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পেশ করবেন।
উল্লেখ্য যে, ৮ মে নেপালের নির্বাচন কমিশন সাংবিধানিক পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। নেপালের অস্থায়ী সংবিধান অনুযায়ী, অস্থায়ী সরকারের এ ফলাফল প্রকাশের ২১ দিনের মধ্যে প্রথম অধিবেশন আয়োজনের কথা। (ইয়ু কুয়াং ইউয়ে)
|