পেইচিং ২০০৮ অলিম্পিক মশাল হস্তান্তর ১৩ মে বিকাল ৪টা ৫০ মিনিটে চীনের ফুচিয়ান প্রদেশের লোংইয়ান শহরে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মশাল হস্তান্তরের সময় লোংইয়ানের অধিবাসীরা সিছুয়ান ভূমিকম্প দুর্গত অঞ্চল নিয়ে উদ্বিগ্ন ছিলো। লোংইয়ান শহরের রেড ক্রস সোসাইটি ভূমিকম্প দুর্গত অঞ্চলকে ২ লাখ ইউয়ান রেনমিনপি অনুদান দিয়েছে। মশাল বাহক ও কর্মীরা দুর্গত অঞ্চলের জন্য চাঁদা দিয়েছেন। মশাল বাহক চেন সিন ইয়ান দুর্গত অঞ্চলকে ৫০ লাখ ইউয়ান চাঁদা দিয়েছেন।
লোংইয়ান হচ্ছে ফুচিয়ান প্রদেশে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের শেষ ধাপ। মোট ২০৮ জন মশাল বাহক হস্তান্তরে অংশ নেন।
১৩ মে রাতে মশাল চিয়াংশি প্রদেশে পৌঁছাবে। চিয়াংশি প্রদেশের তিনটি শহরে তিন দিনব্যাপী মশাল হস্তান্তর অনুষ্ঠিত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|