চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধার ও ত্রাণ বিভাগের পরিচালক ওয়াং চেন ইয়াও ১৩ মে পেইচিংয়ে বলেছেন, এ পর্যন্ত সিছুয়ানের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১১ হাজার ৯২১।
সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় ১২ মে দুপুর দুটা ২৮ মিনিটে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও দ্রুততার সঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব আহতদের চিকিত্সা ও দুর্গত অঞ্চলের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বুলিট ব্যুরোর স্থায়ী কমিটি একই দিন রাতে আয়োজিত অধিবেশনে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর আদেশ দেওয়া হয়।
চীনের রাষ্ট্রীয় পরিষদ ভূমিকম্প প্রতিরোধ ও উদ্ধার পরিচালনা বিভাগ গঠন করেছে। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এ বিভাগের প্রধান পরিচালকের দায়িত্ব পান। এখন তিনি নিজেই সিছুয়ান প্রদেশের ভূমিকম্প দুর্গত অঞ্চলে উদ্ধার কাজ পরিচালনা করছেন। ১৩ মে সকালে ওয়েন চিয়া পাও বলেন, এবারের ভূমিকম্প হচ্ছে বিশেষ ও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। চীন সরকার দুর্গত অঞ্চলকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা চালাবে।
স্থানীয় পরিবহন ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং বৃষ্টিজনিত কারণে উদ্ধার কাজ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। ওয়েন চিয়া পাও জোর দিয়ে বলেন, ১৩ মে রাত ১২টার আগেই ভূমিকম্পের কেন্দ্রীয় অঞ্চলে যাওয়ার পথ সুগম করতে হবে। তাহলেই কেবল সার্বিকভাবে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হবে।
বর্তমানে ১৭ হাজার সেনা সদস্য ও সশস্ত্র পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আরো ৩৪ হাজার সেনা সদস্য বিমান, রেলগাড়ি কিংবা পায়ে হেঁটে দুর্গত অঞ্চলে রওয়ানা হয়েছেন। ১৩ মে সকাল ৭টা পর্যন্ত দুর্গত অঞ্চলে ১৮০০ জন আহতকে উদ্ধার করা হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|