১২ মে সিছুয়ানের ওয়েনছুয়ান জেলায় কেন্দ্রীভূত ৭.৮ মাত্রার ভূমিকম্প পেইচিংয়ে অনুভূত হলেও এতে অলিম্পিক স্টেডিয়ামের কোনো ক্ষতি হয় নি ।
জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্ট প্রকল্পের মহাপরিচালক থান সিয়াও ছুন বলেন, পেইচিংয়ে ভূমিকম্পের মাত্রা শুধু ৩.৯, যা বার্ড নেস্টের ওপর কোনো প্রভাব ফেলে নি । তিনি বলেন, বার্ড নেস্টের ডিজাইন ও নির্মাণের প্রতিটি ধাপে স্থাপত্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার নির্দিষ্ট নীতি বাস্তবায়ন করা হয়েছে ।
জানা গেছে, পেইচিংয়ের বিভিন্ন অলিম্পিক স্টেডিয়াম নির্মাণের আগে ভূমিকম্প সহনশীলতার ক্ষমতা বিবেচনা করা হয়েছে । জাতীয় সাঁতার কেন্দ্র নির্মাণে ৮ মাত্রার ভূমিকম্প সহনশীলতার মানদন্ড বজায় রাখা হয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|