১৩ মে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতারা চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের কাছে বাণী পাঠিয়ে কিংবা বিবৃতি দিয়ে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান জেলায় গুরুতর ভূমিকম্প দুর্যোগে সমবেদনা জানিয়েছেন।
রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদিভ সি ছুয়ানের ভূমিকম্পের জন্য গভীর সহানুভুতি এবং নিহতদের আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া প্রয়োজনীয় ত্রাণ সাহায্য দিতে আগ্রহী।
রুমানিয়ার প্রেসিডেন্ট চীন সরকারের নেতৃত্বে চীনা জনগণ দ্রুততম সময়ে পুনর্গঠনের কাজ করতে সক্ষম হবে বলে আস্থা প্রকাশ করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং প্রধানমন্ত্রী ইসয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, অদম্য চীনারা এ সংকট কাটিয়ে স্বল্পতম সময়ের মধ্যে পুনর্গঠনের কাজ শুরু করতে পারবেন বলে তারা আস্থা ব্যক্ত করেন।
লাওসের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বুয়াসোন বুপাভান চীন সরকার এবং চীনা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান । ভূমিকম্প দুর্গত অঞ্চলের অধিবাসীরা স্বাভাবিক জীবন যাত্রা পুনরায় শুরু করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক গভীর শোক প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট বিভাগগুলোকে চীনকে সাহায্য করার জন্য নির্দেশ দেন।
জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ চীনা জনগণকে সংকট কাটিয়ে ওঠার জন্য শুভকামনা করেন।
এছাড়াও, ইতালি, পোল্যান্ড, ব্রাজিল এবং মেক্সিকোর প্রেসিডেন্ট পৃথক পৃথকভাবে ভূমিকম্পে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং চীনা জনগণকে ভূমিকম্পে ত্রাণকাজের প্রতি সমর্থনের ঘোষণা দেন। রুমানিয়া , জাপান ,ভূটান, ইসরাইল, আর্জেন্টনা, কোস্টারিকা এবং কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক পৃথকভাবে চীনের প্রতি সমবেদনা জানিয়েছে।--ওয়াং হাইমান
|